কবিতা || যমের হাত ধরে প্রেম || মিঠু বিশ্বাস || Jomer hat dhore prem - Mithu Biswas || Bengali Poem || বাংলা কবিতা
যমের হাত ধরে প্রেম
মিঠু বিশ্বাস
ছুটে এসে বসল শব্দ শব্দনা গরম রক্ত
তোর পাশ থেকে এলে পর পুরুষের গন্ধ ।
ফুল ফোটার শব্দে ঘুম ভাঙ্গে
স্মৃতি কি এতই হিংসুটে
তোর স্বপ্ন দেখে কষ্ট উঠে বুকে ।
ঝড়ে রক্তাক্ত শহর, কান্না বোঝাই করা জাহাজ ভেসে উঠে
জাতীয় পতাকা শুধু ঈশ্বর খুঁজে উড়ে ।
খুলে গেছে ফুটপাত ল্যাম্পপোস্টের নিচে ক্ষুধার্ত যৌনকর্মীর হাট স্বপ্ন দেখে ভারত স্বচ্ছ ভোটার কার্ড।
শ্মশানের কালো ধোঁয়া অন্ধকারে ঠেলে দিচ্ছে
আমার মৃত্যু দেহ কবে থেকে যে পড়ে আছে।
প্রেম যমের হাত ধরে ছুটে আসে স্টেশন
মানুষ সন্দেহের হাত ধরে পড়ে থাকে রেললাইনে।
Comments