Saturday, September 30, 2023

একটু ধৈর্য ধরো - পার্থ প্রতিম দাস || Ektu Dhairya dhoro - Partha protim das || অনুগল্প || Onugolpo || Short story

 একটু ধৈর্য ধরো 

   পার্থ প্রতিম দাস 



     মঞ্জুর বয়স তিরিশ ছুঁই ছুঁই করছে। তবে তার রূপের ঝলক দেখার মতন সুন্দর। একদিন বাটিতে নারকেল তেল নিয়ে পা দুখানি ছড়িয়ে বেশ করে চুল গোছা যত্ন করে বাঁধছিল। এমন সময় তার মা তপতী এসে বলল, "ওই পাড়ায় রিমির বিয়ের কথা ঠিক হয়ে গেলো। আর তুই এখনও বিয়ে না করে বসে আছিস। "

       মঞ্জু বলল, "এত তাড়াতাড়ি বিয়ে করে করবেটা কি? বাসন মাজতে এদের খুব মজা। "

    তপতী বেশ ব্যঙ্গের সুরে বলল, "তা আপনি কি করবেন? "

     মঞ্জু খুব শান্ত ভাবে বলল, "দেখো মা CTET পাশ করেছি। যদি নিজের পায়ে না দাঁড়াই তাহলে আমার এত পড়াশুনার মূল্য থাকবে না। তাছাড়া প্রতিবেশী কি বললো তাতে মাথা খারাপ করতে নাই। পাড়া গাঁয়ের প্রতিবেশী সব সময় প্রতিবেশীর ভালো দেখে জ্বলে। "

     সে সময়ের মতন মঞ্জু তার মাকে বোঝাতে পেরেছে। অনেক দিন হয়ে গেছে, মঞ্জু এখন স্কুলের শিক্ষিকা। একদিন পূজোর ছুটিতে বাড়ি এসেছে মঞ্জু। বিকেল বেলায় বেড়াতে বেরিয়েছে পাশের বাসার বৌদিদের কাছে। কথা বলতে বলতে একজন বৌদি মঞ্জুকে বলল, "জানো মঞ্জু, রিমি এখন তার বাপের বাড়িতে আছে। "

     মঞ্জু অবাক হয়ে জিগ্যেস করল, "কেনো কি হয়েছে? "

     বৌদি বলল, "রিমির স্বামী শ্বশুর শাশুড়ি ননদ মিলে খুব মেরেছে। কারন রিমির বাবা নগদ টাকা এখনও দিতে পারেনি। "

     মঞ্জু তখন মনে মনে বলল, "এই জন্য সবাইকে বলি, একটু ধৈর্য ধরা প্রয়োজন। সহজে কিছু পেলে তা নষ্ট হয়ে যায়। "



No comments: