সেই পথ - সুদীপ্তা চট্টোপাধ্যায়় || Sei poth - Sudipta Chattopadhyay || Short story || ছোট গল্প || গল্প || অনুগল্প || Story || Bengali Story

        সেই পথ

              সুদীপ্তা চট্টোপাধ্যায়়


কীরে কাজে মন নেই তোর। তাড়াতাড়ি কর। সুমি ইট দিয়ে কড়াটা ঘসতে থাকে। এই বাড়ির মেয়েটা বেরিয়ে যায়। কাঁধে ব‍্যাগ। সুমিরও ইচ্ছে করে তার মত স্কুল যেতে। বাবা নেই। ঘরে ছোট ছোট ভাই বোন। মা অসুস্থ। সংসারে রোজগারে বলতে বারো বছরের সুমি। সেই প্রাইমারি স্কুল। বন্ধুদের সাথে মিড ডে মিলের খিচুড়ি খাওয়া। তারপর একদিন স্কুল থেকে এসে শুনল, বাপটাকে একটা ট্রাক এসে পিষে ফেলেছে। তারপর থেকেই অন্যের বাড়ির ঝি সে। 

সুমি স্বপ্ন দেখে সেই স্কলের পথটার। মালিকের ছেলে মেয়েরা জোরে জোরে পড়া মুখস্থ করলে,মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে সে। সেইদিন সুমি শুনছিল, গ্রামের হাই স্কলে এক নতুন হেড দিদি মুনি এসেছে। গ্রামের যেসব বাচ্চারা স্কুলে যায় না, তাদের বাড়ি বাড়ি গিয়ে বলে আসে স্কুল যাবার কথা। দিদিমুনিকে খুব দেখতে ইচ্ছে করে সুমির। 

পথ চলতে চলতে ক্লান্ত হয়ে বট গাছের ছায়ায় পাথর নিয়ে খেলতে থাকে সুমি। মায়ের কাছে গল্প শুনেছিল, পরশ পাথরের। সে ভাবতে থাকে গল্পের মত তার জীবন যদি এই পাথর বদলে দিতে পারত। ভাবতে ভাবতে বট গাছের ঠাণ্ডা হাওয়াই ঘুম নেমে আসে চোখে। তন্দ্রাচ্ছন্ন চোখে সে দেখে তার মাথায় এক দিদিমুনির হাত। সুমি স্কুল যাবি না। ওঠ। সুমি পায় পরশমনির ছোঁয়া। সুমি উঠে পড়ে। ছুটতে থাকে বাড়ির দিকে। তার ছোট্ট বস্তিতে কত লোক। দিদিমুনি এসেছে। বাচ্চাদের স্কুল পাঠানোর অনুরোধ জানাতে। আজকাল সরকারি স্কুলে টাকা লাগে না। মেয়েরা কতকিছু পায়। সাইকেল। কন‍্যাশ্রী। দিদিমুনি বলেচলেছেন। মা দাঁড়িয়ে আছে। সুমি ছুটে যায় মায়ের কাছে। মাকে জড়িয়ে ধরে। মা আমি খেলতে খেলতে পরশ পাথর পেয়েছি। আমি কাজ করতে করতেই স্কুলে যাবো মা। দিদিমুনির চোখ যায় সুমির দিকে। দিদিমুনি এগিয়ে আসে সুমির কাছে। মাথায় হাত রেখে বলে, তুমি স্কুল যাবে কাল থেকে। সুমি স্বপ্ন দেখে সেই স্কুলের পথটার। 

             _______

Comments

Popular posts from this blog

শারদীয়া সংখ্যা ১৪৩০ || সম্পাদকীয় ও সূচিপত্র || World Sahitya Adda Sarod sonkha 1430

শারদীয়া সংখ্যা ১৪৩১ || Sarod sonkha 1431 || সম্পাদকীয় ও সূচিপত্র