শেষের ধারাপাত - শুভজিৎ ব্যানার্জী || Seser Dharapat - Subhajit Banerjee || Kobita || Bengali Poems || Bengali poetry || Poems

 শেষের ধারাপাত

                শুভজিৎ ব্যানার্জী



হঠাৎ করে থামতে হল মাঝে, 

চটা ওঠা স্মৃতির গ্রাম্য ধূলো;

ডাবের খোলায় তপ্ত দুপুর সাজে,

নীরব কাঁদে আলতো শপথগুলো।


রাগছে নরম আঁধার দূরের বনে,

বাঁধের ধারে পাগলী বাঁধে ঘর;

টুকরো আকাশ নীল পুকুরের কোণে,

ইচ্ছেমত লুকোয় চরাচর।


তোকে দিলাম সূর্য রাঙা ভোর, 

একটা মেঘের আকাশ আমার থাক;

ইচ্ছা হলে রাখিস খুলে দোর,

আবছায়াটা ঢেউয়ে ভেসে যাক।


পাখিগুলো আসবে নীড়ে ফিরে,

ঝিম ধরানো অশথ বটের ছায়ে;

সেদিনও কি থাকবি আমায় ঘিরে,

লালচে হাসি ভুলেও যদি যায়?


ভুলেই গেছি কিনতে কাঁচের চুড়ি, 

ঝড়ের পরে ঝরে পড়ার মত;

জলের উপর অবাধ্য সুড়সুড়ি,

আসুক আবার দিন বদলের ক্ষত।


শেষ ছিল এক শেষের ধারাপাতে, 

নামতে গিয়ে নেমেছিলাম তাই;

সব হারিয়ে সব পেয়েছির সাথে,

ঐ নদীতে আদর খুঁজতে যাই।



Comments

Popular posts from this blog

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024

রাজ্যে নতুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ || WB ICDS Supervisor Recruitment 2024 || সুপারভাইজার ও হেলপার নতুন নিয়োগ