ডিসেম্বর সংখ্যা ২০২৩ || December Sonkha 2023 || সম্পাদকীয় বিভাগ


 


কর্মব্যস্ততার মফস্বল পেরিয়ে বছর গুনতে গুনতে নতুন বছরের সান্নিধ্য লাভ, এটা শুধু সুখ-দুঃখের চক্র নয় এটা একটা নতুন উন্মাদনার আবেগ। প্রেম চঞ্চল জীবনে বিদেশ ভ্রমণের আকাঙ্ক্ষা যেমন উদ্বেলিত করে কবি হৃদয় ঠিক তেমনি শীতের আমেজে ভোজন রসিক বাঙালির জীবন রসময় হয়ে ওঠে নতুন খেজুর গুড়ের রসে আর সাহিত্য রসে ডুবে থেকে ।


সবথেকে বেশি বাঙালী হৃদয়ে পাড়ি দেয় ভ্রমণের পিপাসা, খুঁজে ফিরে বেড়ানো বাঙালি হৃদয় রসের সাগরে শুধু সময়ের অপেক্ষা খোঁজে। যাদের বাস্তবতা কর্মব্যস্ততার মধ্যে স্থিমিত তাদের শান্তি দেয় ভ্রমণ সাহিত্য আর কিছু ফটোগ্রাফি। শুরু হোক সাহিত্যে ভ্রমণের ইতিহাস লিখন পাতার আদলে। পরের সংখ্যাটিতে এই সম্পর্কে নজর দেওয়া হোক-- প্রতিটি লেখকের উদ্দেশ্যে আমার বিনীত অনুরোধ।


                                       ধন্যবাদান্তে

                ওয়ার্ল্ড সাহিত্য আড্ডা সম্পাদকীয় বিভাগ



____________________________________________


বিঃদ্রঃ - যে সমস্ত লেখকদের লেখা একশত পাঠক সংখ্যা ছাপিয়ে যাবে সে সমস্ত লেখকদের সাধ্যমত সাম্মানিক দে

ওয়া হবে।

Comments

Popular posts from this blog

শারদীয়া সংখ্যা ১৪৩০ || সম্পাদকীয় ও সূচিপত্র || World Sahitya Adda Sarod sonkha 1430

শারদীয়া সংখ্যা ১৪৩১ || Sarod sonkha 1431 || সম্পাদকীয় ও সূচিপত্র