সেতারের তার - আনন্দ গোপাল গরাই || Setarer tar - Ananda gopal garai || Kobita || Bengali Poems || Bengali poetry || Poems
সেতারের তার
আনন্দ গোপাল গরাই
মনটা তোমার সেতারের তারের মতো
হাত পড়তেই কেঁপে উঠে
বেরিয়ে আসে সুর---
সে সুর কখনো হাসির
কখনো কান্নার -----অভিমানের
কখনো বা বেদনার শুধু।
থাকব না যেদিন আমি
তুলে যেতে সুর সেতারের তারে তোমার
কেউ যদি সাধে সুর
সেই তার নিয়ে
পড়বে কি মনে
সেই গান সেই সুর সেই ভালোবাসা!
সেদিন গাইবে কি গো মিলনের গান?
নাকি রুদ্ধ হয়ে যাবে কণ্ঠ
ঝরে পড়বে বেদনার বাণী
বৃষ্টির ধারার মতো
সেতারের তার হ'তে
অজান্তে তোমার!
Comments