সেতারের তার
আনন্দ গোপাল গরাই
মনটা তোমার সেতারের তারের মতো
হাত পড়তেই কেঁপে উঠে
বেরিয়ে আসে সুর---
সে সুর কখনো হাসির
কখনো কান্নার -----অভিমানের
কখনো বা বেদনার শুধু।
থাকব না যেদিন আমি
তুলে যেতে সুর সেতারের তারে তোমার
কেউ যদি সাধে সুর
সেই তার নিয়ে
পড়বে কি মনে
সেই গান সেই সুর সেই ভালোবাসা!
সেদিন গাইবে কি গো মিলনের গান?
নাকি রুদ্ধ হয়ে যাবে কণ্ঠ
ঝরে পড়বে বেদনার বাণী
বৃষ্টির ধারার মতো
সেতারের তার হ'তে
অজান্তে তোমার!
No comments:
Post a Comment