জুলাই সংখ্যা ২০২৪ || July Sonkha 2024

 



সম্পাদকীয়:


যে প্রেম নদীর বুকে আঁকিবুঁকি কাটতে শেখায়, যে প্রেম মোহনার দোলনায় আপন খেয়ালে ভাসাতে চাই, যে প্রেম গাছের পাতায় পাতায় শিহরণ তোলে, যে প্রেম তারায় তারায় লিখে দেয় এক উন্মাদনার চির ইতিহাস সেই প্রেম কোনো সমুদ্রে তীরে স্থগিত হয় না, সেই প্রেম একটা ইতিহাস সৃষ্টি করে, সেই প্রেম শুধু নিরন্তর ভাসতে থাকে একটা রঙিন খেয়াতরী নিয়ে অতল সমুদ্রের ঢেউ খেলা বুকে। সেই প্রেমের রঙ গাছের পাতার মত চির সবুজ।


ভালোবাসা, ভালোলাগা এই দৈনন্দিন বিষয় নিয়ে প্রতি দিন লেখালেখি চলে। ভালোবাসার অতল গভীরে ডুব দিয়ে কোনো কবির কলমে নতুন ভাবে ফুটে উঠছে না এই চিরসবুজ প্রেমের মাহাত্ম্য। সবাই রেড লাইট, ডিস্কো, বারের প্রেমে মশগুল। এই নিয়ে লেখালেখি সমাজের চোখে একদিক দিয়ে যেমন ভালো, তেমন অন্যদিকে বিপজ্জনক, তাই শুধু এই আধুনিক যুগে এসবের সাথে যদি কেউ দুকলম ঐ পুরাতন চির সবুজ প্রেম নিয়ে লেখালেখিতে মন দেন, তাহলে এক নতুন দিশার জন্ম হয়।


চিন্তা নেই এবার থেকে আমরা লেখকদের পাশে আছি, আপনারা লিখুন চির সবুজ প্রেমের রঙিন বাস্তবায়নের কাহিনী। আমাদের ওয়েবসাইট ম্যাগাজিন ওয়ার্ল্ড সাহিত্য আড্ডা ব্লগ আপনাকে সেই সুযোগ করে দিচ্ছে। আপনারা লিখুন , পড়ুন, সাহিত্যে মশগুল থাকুন। ওয়ার্ল্ড সাহিত্য আড্ডা আপনার পাশে আছে। ধন্যবাদ, ভালো থাকুন সুস্থ থাকুন সাহিত্যের প্রতি ভালোবাসা নতুন করে সুদৃঢ় হোক।


___________________________________________


সূচীপত্র : 


কবিতা - 

চিরঞ্জিত ভান্ডারী, বিজন বেপারী, আবদুস সালাম, আনন্দ গোপাল গরাই।



ইংরেজি কবিতা - 

Samir Kumar Dutta, Md Mazharul Abedin ।



গল্প - 

পার্থ প্রতিম দাস, শাশ্বত বোস।



ইংরেজি গল্প - 

Bhaskar Sinha



প্রবন্ধ - শংকর ব্রহ্ম, সামসুজ জামান, সত্যেন্দ্রনাথ পাইন।



___________________________________________________


বিঃ দ্রঃ - প্রত্যেক সাহিত্যিকদের জানো যাচ্ছে আপনারা জুলাই সংখ্যার জন্য নিজের লেখা গুলো পেতে এই মেন পেজের নীচের দিকে More post এ ক্লিক করে পাবেন, কিংবা সবার উপর ডানদিকে সার্চ অপশন এ ক্লিক করুন তারপর নিজের নাম বাংলায় কিংবা ইংরেজিতে সার্চ করুন তাহলেই

 আপনারা নিজেদের লেখা পেয়ে যাবেন।


________________________________________



Comments

Popular posts from this blog

শারদীয়া সংখ্যা ১৪৩০ || সম্পাদকীয় ও সূচিপত্র || World Sahitya Adda Sarod sonkha 1430

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024