মরা জোছনার আলো - আবদুস সালাম || Mora jochonar Alo - Abdus Salam || কবিতা || Kobita || poems || poetry

 মরা জোছনার আলো

         আবদুস সালাম


মরা জোছনায় শোভা পায় বিমূঢ় চলাফেরা  

 মেঘেদের জলসাঘরে সেই পুরনো বৃষ্টির ঝমঝম আর নেই  

বৃদ্ধ মননে স্বনির্বন্ধ চলাচল


 মলিন ধুলো মাখা অবসর অপেক্ষায় আছে 

প্রতিবেশীর নগ্ন আস্ফালন না -বেঁচে থাকার রসদ জোগায়

 আবেগী ঘোড়ার খুরে উড়ছে ধূলো  

 অস্তিত্ব হারানোর আশঙ্কায় ভাঙ্গা আয়নায় দেখি নিজেকে

  বিভৎস নৈতিকতা ঘিরে উল্লাসে মাতে অনৈতিক আস্ফালন   

ফেলে আসা বিচিত্র অভিজ্ঞতার সামনে এসে দাঁড়ায়

  নির্জন পাড়ায় ডেকে ওঠে শেয়াল

বিস্তীর্ণ পরাজয় ঘিরে নৈশব্দ্য দল বাঁধে  


 অনৈতিকতার হাওয়া বুকে নিয়ে দিব্যি আত্মগোপন করে আছে 

Comments

Popular posts from this blog

শারদীয়া সংখ্যা ১৪৩০ || সম্পাদকীয় ও সূচিপত্র || World Sahitya Adda Sarod sonkha 1430

শারদীয়া সংখ্যা ১৪৩১ || Sarod sonkha 1431 || সম্পাদকীয় ও সূচিপত্র