Friday, August 2, 2024

স্বার্থপরতা - আনন্দ গোপাল গরাই || Sarthaporota - Ananda gopal garai || কবিতা || Kobita || poems || poetry

 স্বার্থপরতা

 আনন্দ গোপাল গরাই 



স্বার্থঘড়ির কাঁটাটা ঘুরছে টিক্ টিক্ করে

প্রতি পলে প্রতি সেকেন্ডে ভরছে ভাঁড়ার আমার।

তিল তিল করে গড়ে উঠা তিলোত্তমার মতো

গড়েছি আমি টাকার পাহাড়

ওরা যদি ঘোরে থালা হাতে করে

পথে ঘাটে দুয়ারে দুয়ারে

ক্ষতি কী আমার?

ওরা যদি কাঁপে শীতে ফুটপাথে শুয়ে

কীই যায় আসে আমার?

ওরা যদি অনশন করে রাজপথে বসে

আমি তো পারি জলকামান দিয়ে

ভেঙ্গে দিতে ওদের সেই প্রতিবাদের ভাষা!

ওরা যা করে করুক---ওরা যা পারে করুক

নি:শব্দে ভরে তো চলুক স্বার্থের ঝুলিটা আমার।

ওরা সব আবর্জনা

আমি বলীয়ান ---

আমিই তো মহান!

No comments: