অষ্টম শ্রেনী পাশে কর্মবন্ধু ও নাইট গার্ড পদে কর্মী নিয়োগ || Karmabandhu & Night Guard Recruitment 2024 || WB govt jobs

 




অষ্টম শ্রেনী পাশে কর্মবন্ধু ও নাইট গার্ড পদে কর্মী নিয়োগ || Karmabandhu & Night Guard Recruitment 2024 || WB govt jobs



রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। এতদিন কেন্দ্রীয় ও রাজ্যে চাকরি নিয়োগ বন্ধ ছিল। কিন্তু এখন পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের অপেক্ষার অবসান হতে চলেছে। রাজ্যে আবার বিপুল সংখ্যক কর্মী নিয়োগ হতে চলেছে। আবার নিয়োগ হতে চলেছে অষ্টম শ্রেনী পাশে কর্মবন্ধু ও নাইট গার্ড পদে । ইতিমধ্যে অফিসিয়াল ওয়েবসাইট এ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাই বর্তমানে যেসমস্ত চাকরি প্রার্থী সরকারি চাকরির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। কোন কোন পদে নিয়োগ করা হবে, মাসিক বেতন কত দেওয়া হবে, বয়সসীমা কত থাকতে হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে থেকে পরপর জেনে নেব এছাড়া সরকারি ভাবে নতুন কি কি সুযোগ দেওয়া হবে‌ তা নীচে আলোচনা করা হল।



পোস্টের নাম: কর্মবন্ধু ও নাইট গার্ড পদে নিয়োগ করা হবে।


মোট শূন্যপদ: এখানে মোট ২ টি শূন্যপদ রয়েছে।



শিক্ষাগত যোগ্যতা : 

যে সকল প্রার্থীরা এই নিয়োগের জন্য আবেদন করতে চান তারা যেনে নিন প্রতিটি পদের জন্য আলাদা আলাদা শিক্ষকতার যোগ্যতা লাগবে। নীচে তা আলোচনা করা হল।


কর্মবন্ধু : যে কোনো স্বীকৃত বোর্ড থেকে প্রার্থীদের অষ্টম শ্রেনী পাশ করে থাকতে হবে।


নাইট গার্ড: যে কোনো স্বীকৃত বোর্ড থেকে প্রার্থীদের মাধ্যমিক পাশ করে থাকতে হবে।



বয়স সীমা: আবেদনকারী প্রার্থীর বয়স সর্বোচ্চ ৬৪ বছরের মধ্যে হওয়া আবশ্যক।


 আবেদন পদ্ধতি : শুধু মাত্র অফলাইন এ আবেদন করার সুযোগ পাবেন। সর্বপ্রথম প্রার্থীকে নিচে দেওয়া অনলাইন অফিসিয়াল লিংক থেকে আবেদন পত্রটি ডাউনলোড করতে হবে এরপর সম্পূর্ণ আবেদন পত্রটি নির্ভুলভাবে ফিলাপ করে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে।। 




আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানা : Principal Dharmada Govt P.T.T.I Vill Dharmada P.S Nakashipara Dist Nadia Pin – 741138



গুরুত্বপূর্ণ তারিখ: আবেদনকারীকে আগামী ০২/০৮/২০২৪ তারিখের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে।



নির্বাচন প্রক্রিয়া: আবেদনকারী প্রার্থীদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নির্বাচন করা হবে।



ডাউনলোড নোটিফিকেশন -


click here 🔴



অফিসিয়াল ওয়েবসাইট -

Click here 🔴

Comments

Popular posts from this blog

শারদীয়া সংখ্যা ১৪৩০ || সম্পাদকীয় ও সূচিপত্র || World Sahitya Adda Sarod sonkha 1430

শারদীয়া সংখ্যা ১৪৩১ || Sarod sonkha 1431 || সম্পাদকীয় ও সূচিপত্র