TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job


 

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job



রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। এতদিন কেন্দ্রীয় ও রাজ্যে চাকরি নিয়োগ বন্ধ ছিল। কিন্তু এখন পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের অপেক্ষার অবসান হতে চলেছে। রাজ্যে আবার বিপুল সংখ্যক টাটা কোম্পানিতে কর্মী নিয়োগ হতে চলেছে। নিয়োগ টি হবে টাটা স্টিল সেক্টরে। তাই বর্তমানে যেসমস্ত চাকরি প্রার্থী সরকারি চাকরির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। কোন কোন পদে নিয়োগ করা হবে, মাসিক বেতন কত দেওয়া হবে, বয়সসীমা কত থাকতে হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে থেকে পরপর জেনে নেব এছাড়া সরকারি ভাবে নতুন কি কি সুযোগ দেওয়া হবে‌ তা নীচে আলোচনা করা হল।



পদের নাম : টাটা স্টিল সেক্টরে বিভিন্ন শূন্য পদে কর্মী নিয়োগ শুরু হয়েছে। এই প্রতিবেদনের নীচে অফিসিয়াল বিজ্ঞপ্তির লিংক দেওয়া আছে সেখানে ক্লিক করলেই সমস্ত পদের নাম দেখতে পাবেন।


মোট শূন্যপদ : মোট ৬০০০টি কর্মী নিয়োগ হবে।


বেতন সীমা : এখানে প্রতিটি চাকরি প্রার্থীকে প্রতি মাসে ২৪৫০০ টাকা বেতন দেওয়া হবে এবং সর্বোচ্চ বেতন পাবেন ৬৮-৩০০ টাকা‌। এছাড়াও থাকছে বিভিন্ন সুযোগ-সুবিধা ।


শিক্ষাগত যোগ্যতা : এখানে বিভিন্ন পদের জন্য বিভিন্ন ধরনের যোগ্যতা লাগবে। তাই কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিক অথবা এর উচ্চতার শিক্ষাগত যোগ্যতা থাকলেও পদ অনুসারে আবেদন করার সুযোগ পাবেন।



আবেদন পদ্ধতি : চাকরি প্রার্থীরা শুধুমাত্র অনলাইন এর মাধ্যমে আবেদন করার সুযোগ পাবেন। সর্বপ্রথম নীচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট এর লিঙ্ক ক্লিক করে ভিসিট করবেন। তারপর রেজিস্ট্রেশন করে নেবেন ।এরপর নির্দিষ্ট পদ সিলেক্ট করে সঠিকভাবে ফর্মটি পূরণ করুন। তারপর প্রয়োজনীয় তথ্য স্ক্যান করে আপলোড করবেন। সবশেষে ফর্মটি পূনরায় যাচাই করবেন তারপর সাবমিট করবেন।


নিয়োগ প্রক্রিয়া : চাকরিপ্রার্থীদের লিখিত পরীক্ষা দিতে হবেনা। সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবেএবং এর পাশাপাশি প্রার্থীর বয়স ও যোগ্যতার উপর ভিত্তি করে প্রার্থী বাছাই সম্পন্ন হবে।


আবেদন শেষ তারিখ : আগামী ০৮/০৮/২০২৪ তারিখ পর্যন্ত আবেদনকারীরা অনলাইন এ আবেদন করার সুযোগ পাবেন। 



নোটিফিকেশন লিংক -

click here 🔴





অফিসিয়াল ওয়েবসাইট -


Click here 🔴


Comments

Popular posts from this blog

শারদীয়া সংখ্যা ১৪৩০ || সম্পাদকীয় ও সূচিপত্র || World Sahitya Adda Sarod sonkha 1430

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024