রাজ্যে নতুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ || WB ICDS Supervisor Recruitment 2024 || সুপারভাইজার ও হেলপার নতুন নিয়োগ






রাজ্যে নতুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ || WB ICDS Supervisor Recruitment 2024 || সুপারভাইজার ও হেলপার নতুন নিয়োগ 


রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। এতদিন কেন্দ্রীয় ও রাজ্যে চাকরি নিয়োগ বন্ধ ছিল। কিন্তু এখন পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের অপেক্ষার অবসান হতে চলেছে। রাজ্যে আবার বিপুল সংখ্যক icds তথা অঙ্গনওয়াড়ি পদে কর্মী নিয়োগ হতে চলেছে। সুপারভাইজার ও হেলপার পদে কর্মী নিয়োগ হবে। তাই বর্তমানে যেসমস্ত চাকরি প্রার্থী সরকারি চাকরির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। কোন কোন পদে নিয়োগ করা হবে, মাসিক বেতন কত দেওয়া হবে, বয়সসীমা কত থাকতে হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে থেকে পরপর জেনে নেব এছাড়া সরকারি ভাবে নতুন কি কি সুযোগ দেওয়া হবে‌ তা নীচে আলোচনা করা হল।




পদের নাম : ১) অঙ্গনওয়াড়ি সুপারভাইজার ২) অঙ্গনওয়াড়ি হেল্পার



মোট শূন্যপদ – মোট ১৩ হাজার শূন্য পদ রয়েছে । যা নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গে বিভিন্ন অঙ্গনওয়াড়ি সেন্টারে ।


বয়স সীমা : এই পদে আবেদন কারী প্রার্থীদের অবশ্যই ১৮ থেকে ৪২ বছরের বয়সের মধ্যে হতে হবে। এছাড়াও SC,ST,OBC,PWD প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পাবেন। 


যোগ্যতা : হেলপার পদের জন্য ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস করে থাকলেই আবেদন করার সুযোগ পাবেন । সুপারভাইজার পদের জন্য স্বীকৃত কলেজ প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে।



বেতনক্রম : এখানে বিভিন্ন পদের জন্য বিভিন্ন বেতন রয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী বেতনক্রম রয়েছে। 



আবেদন পদ্ধতি : ১) এখানে আবেদন করতে হলে সর্বপ্রথম চাকরি প্রার্থীদের সরকারি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। শুধুমাত্র অনলাইনে মাধ্যমে আবেদন করার সুযোগ পাবেন। অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে সর্বপ্রথম প্রার্থীদের রেজিস্ট্রেশন কমপ্লিট করে নিতে হবে। তারপর আবেদন করতে হবে।



নিয়োগ প্রক্রিয়া : প্রথমে হবে লিখিত পরীক্ষা। চাকরির প্রার্থীরা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে তাদের ডকুমেন্টস ভেরিফিকেশন করে সরাসরি ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। এর পর মেরিট লিস্ট বের করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।




বিঃ দ্রঃ - এই নিয়োগের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই সরকারি অফিসিয়াল ওয়েবসাইট এ প্রকাশিত হবে।



অফিসিয়াল ওয়েবসাইট -


Click here 🔴

Comments

Popular posts from this blog

শারদীয়া সংখ্যা ১৪৩০ || সম্পাদকীয় ও সূচিপত্র || World Sahitya Adda Sarod sonkha 1430

শারদীয়া সংখ্যা ১৪৩১ || Sarod sonkha 1431 || সম্পাদকীয় ও সূচিপত্র