জুন সংখ্যা ২০২৪ || June Sonkha 2024 || সম্পাদকীয় ও সূচিপত্র
সম্পাদকীয়:
যে প্রেম তাৎক্ষণিক প্রতিক্রিয়ার উপর গড়ে ওঠে সেই প্রেমের স্থায়িত্বকাল কতটা তা সংশয়ের বস্তু। 'প্রেমে পড়া বারণ কারণ অকারণ' এই কথার মধ্যেই তাৎক্ষণিক প্রেমের ভয়াবহতা লুকিয়ে আছে। আসলে প্রেম একটা আনন্দদায়ক অভিশাপ। প্রেমের মাহাত্ম্য বোঝা সকলের সাধ্য নয়। তবে এটা কেবল কোনো নারীর প্রতি পুরুষের কিংবা কোনো পুরুষের প্রতি নারীর প্রেম ।
আসলে কিছু প্রেম আছে যা হল সাধণা। প্রেমের সাধণায় যে মত মশগুল সে তত বেশি সন্ন্যাসী ও তান্ত্রিক। আসলে প্রেম হল ছোঁয়াচে। এই প্রেম হল সাহিত্যের প্রতি। সাহিত্য প্রেমিক সাধক হতে ভালোবাসে। আসলে এই সাধণাটা প্রত্যেক মানুষের দরকার। এতে জ্ঞান বৃদ্ধি পায়।
এই সাহিত্যের প্রতি প্রেমের সাধণায় মশগুল থাকার সুযোগ করে দিয়েছে আপনার আমার সকলের প্রিয় পত্রিকা ওয়ার্ল্ড সাহিত্য আড্ডা। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সাহিত্যের প্রতি প্রেমের সাধণা করে যান নিরন্তর। ওয়ার্ল্ড সাহিত্য আড্ডা ব্লগ ম্যাগাজিন আপনার পাশে আছে।
ধন্যবাদান্তে
সম্পাদকীয় বিভাগ
____________________________________________
সূচীপত্র
English story - Bhaskar sinha
English poem - Samir Kumar Dutta
বাংলা কবিতা - সুশান্ত সেন
বাংলা গল্প - তপন তরফদার, গায়ত্রী ভট্টাচার্য
প্রবন্ধ - শংকর ব্রহ্ম
_____________________________________
___________________________________
_____________________________________
Comments