রাজ্যের নতুন ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ 2824 || Data Entry Operator Recruitment 2024 || WB Data entry Operator Recruitment 2024 || Data entry Operator Recruitment || Data entry Jobs 2024
রাজ্যের নতুন ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ 2824 || Data Entry Operator Recruitment 2024 || WB Data entry Operator Recruitment 2024 || Data entry Operator Recruitment
রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। এতদিন কেন্দ্রীয় ও রাজ্যে চাকরি নিয়োগ বন্ধ ছিল। কিন্তু এখন পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের অপেক্ষার অবসান হতে চলেছে। রাজ্যে আবার বিপুল সংখ্যক পোস্ট অফিসে কর্মী নিয়োগ হতে চলেছে। মাধ্যমিক পাস যোগ্যতায় পোস্ট অফিসে গ্রুপ সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। তাই বর্তমানে যেসমস্ত চাকরি প্রার্থী সরকারি চাকরির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। কোন কোন পদে নিয়োগ করা হবে, মাসিক বেতন কত দেওয়া হবে, বয়সসীমা কত থাকতে হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে থেকে পরপর জেনে নেব এছাড়া সরকারি ভাবে নতুন কি কি সুযোগ দেওয়া হবে তা নীচে আলোচনা করা হল।
নিয়োগকারী সংস্থা: পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অধীনস্থ জেলা লেভেলে মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এর অধীনে এই নিয়োগটি হবে।
পদ – ডেটা এন্ট্রি অপারেটর (DEO)
শিক্ষাগত যোগ্যতা: যে কোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশ,তবে এটি বিজ্ঞান শাখার ওপর।
সঙ্গে থাকতে হবে কম্পিউটার কাজের দক্ষতা এবং টাইপিং এর দক্ষতা ।
প্রার্থীর বয়সসীমা: আবেদনকারীর বয়স হতে হবে 18-28 বছরের মধ্যে।
মাসিক বেতন: এই পদে চাকরি প্রার্থীর শুরুতে মাসিক বেতন 18,000/- টাকা ।
নিয়োগ প্রক্রিয়া: লিখিত পরীক্ষা কিংবা টাইপ টেস্ট, একাডেমিক কোয়ালিফিকেশন, এক্সপেরিয়েন্স এবং ইন্টারভিউ ইত্যাদির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি: শুধুমাত্র অফলাইনের মাধ্যমে আবেদন করার সুযোগ পাবেন। নীচে সম্পূর্ণ বিবরণ দেওয়া হল।
1. নীচে দেওয়া নোটিফিকেশন লিংক থেকে নিয়োগের আবেদনপত্র অর্থাৎ অ্যাপ্লিকেশন ফরম্যাট সংগ্রহ করুন। ওখানে আরো ও বিস্তৃত আলোচনা করা আছে।
2. নিজের সম্পূর্ণ ডিটেইলস তথা নাম, জন্মতারিখ, অভিভাবকের নাম, ঠিকানা, মোবাইল নম্বর, ইমেল, , বয়স, জেন্ডার, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য দিয়ে সম্পূর্ণ ফর্মটি পূরণ করুন।
3. পাসপোর্ট সাইজের একটি রঙিন ফটো যোগ করুন এবং ফর্মের নিচে ডানদিকে নিজের সিগনেচার করবেন।
4. ফর্মের সাথে অন্যান্য গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এর জেরক্স এবং সেই ডকুমেন্টস গুলোতে অবশ্যই সেল্ফ আটেস্টেট করে দেবে।
5. আবেদন পত্র সহ এই ডকুমেন্টস গুলো একসাথে যুক্ত করে একটি খামের ভেতর ভরে তা নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে পোস্ট অফিস বা কুরিয়ার করে। আপনি নিজে গিয়েও জমা করে আসতে পারেন।
আবেদনের সময়সীমা: প্রতিটা চাকরি প্রার্থী আগামী 05/07/2024 তারিখের পর্যন্ত আবেদন করার সুযোগ পারবেন। অর্থাৎ ঐ নির্দিষ্ট তারিখের মধ্যে আপনার আবেদন পত্র নির্দিষ্ট ঠিকানায় পৌঁছাতে হবে। তাই বন্ধুরা দেরি না করে আজই আবেদন করে ফেলুন।
ইন্টারভিউ তারিখ : আগামী 10/07/2024 তারিখে অর্থাৎ আগামী জুন মাসের 10 তারিখে বুধবার বেলা 11 টাই ইন্টারভিউ শুরু হবে। তাই বন্ধুরা সবাই প্রস্তুত হয়ে নাও। খুব তাড়াতাড়ি এই নিয়োগ টি সম্পন্ন হবে।
নোটিফিকেশন লিংক -
Official website -
Comments