দেখি প্রিয়া চলে গেছে
অমল কুমার ব্যানার্জী
আমার কাছে যখন তখন বায়না ধরে,
জীবন মরণ পণ করে সে হাতড়ে মরে।
যতো কাজের মাঝে নয়ন তারা টা যে,
এদিক ওদিক খুঁজে মরে মনের মানুষ টা কে।
আমি তখন আপন মনে, বসে নদীর বাঁকে,
ঢেউয়ের মাঝে খুঁজে মরি ওগো প্রিয়া তোকে।
ঢেউগুলি সব আছড়ে পড়ে নদীর তীরে,
পাইনি তারে ঢেউয়ের পাহাড় মাঝে।
প্রিয়া আমার, প্রদীপ হাতে মোর সমাধি পরে,
আজও খুঁজে সকাল সাঁঝে হিয়ার মাঝে মোরে,
দাঁড়িয়ে আজও উদাস আমি অবাক চেয়ে দেখি,
হয়তো তুমি বসে আছো আমার অপেক্ষাতে।
আমি তখন উঠে এসে প্রিয়ার পানে চেয়ে,
দেখি প্রিয়া চলে গেছে প্রদীপ খানা রেখে।
No comments:
Post a Comment