ভুল - জিনিয়া কর || অনুগল্প || Onugolpo || Bhul - Jiniya Kar || Shorts story || Story || Bengali story || Bengali Short story
ভুল
জিনিয়া কর
মেখলা! আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। যথেষ্ট হয়েছে। আমার ও তো আত্মসন্মান বোধ আছে তো নাকি ! আমি আর এই বিয়েটা টানতে পারবো না। আগামী মাসেই আমি ডিভোর্সের আবেদন করছি। চায়ের কাপ হাতে প্রিয় বান্ধবীর কাছে অভিযোগ করে নদী।
মেখলা উত্তর না দিয়ে চায়ের কাপ হাতে একদৃষ্টে চেয়ে থাকে নদীর দিকে।
নদী চায়ের কাপে চুমুক দিয়ে আবারো বলে , বেশ কয়েক মাস ধরেই দেখছি, মাস না ফুরোতেই অভির হাত টান, এমাসে তো ব্যাঙ্ক ব্যালেন্সেও হাত পড়েছে। একটা এফ.ডি ম্যাচিওর না হতেই ভেঙ্গে ফেলেছে আমাকে জানায় নি পর্যন্ত। সবচেয়ে বড় কথা, টাকাগুলো কি করলো?
ওর জীবনে অন্য কেউ যে এসেছে সেটা ওর লুকোচুরির বহর দেখেই আমার সন্দেহ হচ্ছিল । সেদিন অনেক রাতে ঘুম ভেঙ্গে যেতে দেখি ও বারান্দায় । হাতে মোবাইল। আমি গিয়ে দাঁড়াতে থতমত খেয়ে তাড়াতাড়ি এসে শুয়ে পড়লো।কিছু প্রশ্ন করলে সোজা মুখে উত্তর ও দেয় না আজকাল ।বাড়ি ফেরার অনিয়মিততা তো ছিলই, আজকাল নটা , কোনো কোনো দিন দশটাও বাজে।সেদিন একটা জরুরী কাজের কথা বলবো বলে দুপুরে কল করেছি ওর মোবাইলে, সুইচ অফ।ওর অফিসের এইচ ও ডি পারমিতাকে ফোন করে জানতে পারলাম ও নাকি সেদিন অফিসেই যায়নি....! ভাব!
আজকেও গেছে মুম্বাই। আমাকে বলে গেছে অফিসের কাজ। খোঁজ নিয়ে জেনেছি.....
এই মেখলা কি হলো রে? তুই কেন কাঁদছিস? ভাবছিস আমি দুর্বল ! কিভাবে এতগুলো বছরের সম্পর্ক..... শেষ টায় গলা কেঁপে যায় নদীর ও!
হঠাৎ হাউ হাউ করে কেঁদে উঠে নদীকে জড়িয়ে ধরে মেখলা ।অভি কি তোকে কিছুই জানায়নি নদী? কিছুই না?
ক্কি কি জানানোর কথা? আমি কি জানি না?
নদীকে ছেড়ে ওর হাত দুটো চেপে ধরে মেঘলা। মন শক্ত কর নদী। বড়ো কঠিন দিন আসছে হয়তো।অভিকে ভুল বুঝে আঘাত দিয়ে ফেলিস না যেন। সত্যিই কি তুই জানিস না?যে....
মেখলার কথাবার্তা হাবভাব দেখে নদী বিচলিত হয়? এভাবে বলছিস কেন রে? কি হয়েছে?
নদী!অভির তো লিভার ক্যান্সার ধরা পড়েছে। আজ ওরা মুম্বাইয়ে , টাটা ক্যান্সার হাসপাতালেই গেছে....... । ওরা মানে অভি আর শমীক।তোকে জানাতে না করেছিল ।পারলাম না রে!
Comments