মরা জোছনার আলো
আবদুস সালাম
মরা জোছনায় শোভা পায় বিমূঢ় চলাফেরা
মেঘেদের জলসাঘরে সেই পুরনো বৃষ্টির ঝমঝম আর নেই
বৃদ্ধ মননে স্বনির্বন্ধ চলাচল
মলিন ধুলো মাখা অবসর অপেক্ষায় আছে
প্রতিবেশীর নগ্ন আস্ফালন না -বেঁচে থাকার রসদ জোগায়
আবেগী ঘোড়ার খুরে উড়ছে ধূলো
অস্তিত্ব হারানোর আশঙ্কায় ভাঙ্গা আয়নায় দেখি নিজেকে
বিভৎস নৈতিকতা ঘিরে উল্লাসে মাতে অনৈতিক আস্ফালন
ফেলে আসা বিচিত্র অভিজ্ঞতার সামনে এসে দাঁড়ায়
নির্জন পাড়ায় ডেকে ওঠে শেয়াল
বিস্তীর্ণ পরাজয় ঘিরে নৈশব্দ্য দল বাঁধে
অনৈতিকতার হাওয়া বুকে নিয়ে দিব্যি আত্মগোপন করে আছে
No comments:
Post a Comment