Friday, August 2, 2024

স্মৃতিতে শ্রাবণ - বিজন বেপারী || Smritite srabon - Bijon bepari || কবিতা || Kobita || poems || poetry

 স্মৃতিতে শ্রাবণ

      বিজন বেপারী 


শ্রাবণের দিনে খুঁজি শিশুকাল বেলা 

নৌকায় হতো কতো জলকেলি খেলা।

ধানের জমিতে তুলি শাপলার ফুল 

হঠাৎ বর্ষা এসে ভিজে যেতো চুল।

জেলে ভাই ধরে মাছ সাথে গায় গান 

গান শোনে দাদুভাই মুখে খায় পান।

বন্যায় বাড়ে জল ধান গাছ ডোবে 

ছোট ছোট খোকাখুকি তারে শুধু ছোবে।

গাঁয়ের উঠোন ভরে বন্যার জলে 

কতো মাছ খেলা করে নৌকার তলে।

মামা নামে রাত্তিরে ধরবে সে মাছ

দাও দিয়ে কোপ মারে গিয়ে খুব কাছ।

শ্রাবণের পথে পথে জল আর জল

আজ সেই স্মৃতিগুলো করে শুধু ছল!




No comments: