Friday, August 2, 2024

সুহাগ আলার মাঝে - চিরঞ্জিত ভাণ্ডারী || Suhag Alarm Majhe - Chiranjit vandari || আঞ্চলিক কবিতা || Regional Poem || Regional poetry || কবিতা || Kobita || poems || poetry

 সুহাগ আলার মাঝে

       চিরঞ্জিত ভাণ্ডারী



ল্যা ঠিরকি চড়ছ্যে ব্যালা দ্যা তো মুড়ি বাঁধ্যে 

লাল গামছা ল্যাপট্যে লিব্য পাথর ফুটা কাঁধ্যে।

ঢেলা,ফাবড়া,চাঁদু,কাঁদু মিলে হিঁচত্যে যা ডুবা

সিনিটা লিয়েছে যুতাই উপুর পাড়ার লুবা।

একটুকদু ধরো গ সবুর তাতকে লি গুয়ালটা কাড়্যে

গরু গুলান ভেবাছ্যে বেদম পালে দাও গা ছাড়্যে।

ব্যাবাক কাজ আছে পড়ে উঠোন মাটি জুড়্যে 

ছুঁচ মাটিতে লেপত্যে হবেক কাল উনান গেছে লড়্যে।

ল্যা গ ল্যা আজ ততটা নাই ভাত রাঁধার তাড়া

সেই কত বেলায় আসব্য লাড়ব্য দরজার কড়া।

লাও লাও ধরো বাঁধ্যে দিয়েছি টাটকা ভাজা মুড়ি 

মাছ আনত্যে দিব নাকি সাদা বাঁশের ঝুড়ি।

মশলাটা রাখব্য ভরে শীল নোড়াটায় বাট্যে 

গরম ভাতে চুনোমাছের ঝাল মারব্যে বেদম চাট্যে।

না না লাগবেক নাই চাঁদু দাদা লিয়েছে ডাগর ঝুড়ি 

যাছি তো হুদক্যে পাড়ার সবাই হব জনা কুড়ি।

তুই বরং দ্যা গ যুতাই সাজাই খান কতেক পানের খিলি 

পান চিবাঞ্যে ঠোঁটটা লাল করে যাব কুলি কুলি।

ঠিক আছে গ  দিছি সব বাঁধ্যে লালগামছার খুট্যে 

আনব্যে তুল্যে কুইল্যাখাঁড়া শাক চাঁদ ফিরকির মাঠে।

ডোবাতে থাকল্যে গগলি আনব্যে পলাশ পাতে ভরে

দমে মিঠা খাত্যে লাগে ঝাল ঝাল রাঁধনা করে।

হঁ গ হঁ ইবার দ্যা তো দ্যাখি তোর ঐ ফিচিক হাসি দিয়ে

মনটা ভরি তুর মিঠা মুখের ছিটা চখের পাতায় লিয়ে।

এমন করেই সারাটা জীবন থাকব্য সুহাগ আলার মাঝে

মাদল তালে উঠব্য মাত্যে পিরিত লাচটা লাচ্যে।

No comments: