অস্ত্র কারখানায় গ্রুপ-C পদে চাকরি, কয়েকশো শূন্যপদে স্থায়ী কর্মী নিয়োগ || Army Ordnance Corps Group-C Recruitment 2022
ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক পরিচালিত অস্ত্র কারখানা অর্থাৎ Army Ordnance Corps-এ গ্রুপ সি (Group-C) কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইতিমধ্যে অফিসিয়াল ওয়েবসাইট এ। নিয়োগটি করা হবে ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট পদে।
এটিতে অল ইন্ডিয়া ভ্যাকান্সি রয়েছে, তাই পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকেই অনলাইনের মাধ্যমে আবেদন করার সুযোগ পাবেন। নিচে এই নিয়োগের বিস্তারিত তথ্য এক এক করে জানানো হয়েছে। শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, মোট শূন্য পদ, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি সমস্ত কিছু নীচে আলোচনা করা হল-
নিয়োগ সংস্থা - Army Ordnance Corps (AOC)
চাকরির ধরণ - স্থায়ী সরকারি চাকরি
মোট শূণ্যপদ - 419+ (UR-171, EWS-42, OBC-113, SC-62, ST-31, ESM-41, MSP-20, PwBD-16)
Region অনুযায়ী শূন্যপদ:
Eastern- 10
Western- 120
Northern- 23
Southern- 32
South Western- 23
Central West- 185
Central East- 26
পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের Central East রিজিওনে আবেদন করতে হবে।
বেতন- 29,200 – 92,300 টাকা
আবেদনের মাধ্যম - অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নিয়োগের নোটিশ নম্বর: AOC/CRC/2022/OCT/AOC-01
পদের নাম: ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট (Material Assistant)
বয়সসীমা: বয়স 18 থেকে 27 বছরের মধ্যে হওয়া আবশ্যক। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা: যে কোনো বিষয়ে গ্রাজুয়েশন পাস করতে হবে। অথবা যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকে ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট এর ডিপ্লোমা অথবা ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা করা থাকতে হবে।
নিয়োগ প্রক্রিয়া:
লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট/ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করে নিয়োগ করা হবে।
লিখিত পরীক্ষার ক্ষেত্রে একটি প্রশ্নের ভুল উত্তর দিলে 0.25 নম্বর কেটে নেওয়া হবে।
পরীক্ষার জন্য সময়সীমা থাকবে 2 ঘন্টা।
লিখিত পরীক্ষার সিলেবাস:
(1) General Intelligence & Reasoning -50
(2) Numeric Aptitude -25
(3) General Awarenes -25
(4) English Language & Comprehension -50
মোট 150 নম্বর।
আবেদন প্রক্রিয়া:
(1) Army Ordnance Corps (AOC) এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। আবেদন করার অফিসিয়াল ওয়েবসাইটটি হলো- https://www.aocrecruitment.gov.in/
(2) আবেদনকারীদের সুবিধার জন্য আবেদন করার ডাইরেক্ট লিংক নিচে দেওয়া হয়েছে। ওই লিংকে ক্লিক করলেই আবেদন করার মেইন পেজ খুলে যাবে।
(3) প্রথমে আবেদনকারীকে রেজিস্ট্রেশন করার মাধ্যমে নতুন একাউন্ট খুলতে হবে। এক্ষেত্রে আবেদনকারীকে তার নাম, মোবাইল নম্বর, ইমেল আইডি, পাসওয়ার্ড ইত্যাদি তথ্য পূরণ করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
(4) রেজিস্ট্রেশন করা হয়ে গেলে দরকারী তথ্য পূরণ করে লগইন করে নিতে হবে।
(5) লগইন করার পরে আবেদন করার মেন পেজ ওপেন হবে এখানে অনলাইন ফর্মটি সঠিক তথ্য দিয়ে পূরণ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ :-
নোটিশ প্রকাশ - 22.10.2022
আবেদন শুরু - 22.10.2022
আবেদন শেষ - 12.11.2022
Official Website-
Notice Download-
Apply Now-
Comments