রাজ্যে স্বাস্থ্য দফতরে চুক্তি ভিত্তিক কর্মী নিয়োগ || বেতন ২৫ হাজার টাকা || WB health department Recruitment 2022
আবার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমাদের রাজ্যে। অনেক গুলো পদে নিয়োগ করবে রাজ্যের স্বাস্থ্য দফতর। এখানে চাকরি পেতে দিতে হবে না লিখিত পরীক্ষা। শুধু ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। এটি একটি চুক্তিভিত্তিক পদ। কোন কোন পদে নিয়োগ হবে, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, মোট শূন্য পদ, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি সম্পূর্ণ বিবরণ নীচে আলোচনা করা হল -
পদের নাম -
নার্সিং স্টাফ
কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট
মোট শূন্যপদ - এখানে মোট ৮টি শূন্যপদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা - এখানে আবেদনের করতে হলে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে GNM নার্সিং কোর্স করতে হবে এবং কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য স্থানীয় বাসিন্দা হওয়া আবশ্যক।
বয়সসীমা -
প্রতিটি প্রার্থীর বয়সসীমা অবশ্যই ২১-৪০ বছরের মধ্যে হওয়া আবশ্যক। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়মে ছাড় পাবেন।
বেতন -
নার্সিং স্টাফ পদে মাসিক বেতন দেওয়া হবে ২৫ হাজার টাকা। কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে মাসিক বেতন দেওয়া হবে ১৩ হাজার টাকা।
কীভাবে আবেদন করবেন -
এখানে শুধু মাত্র অফলাইনে ফর্ম জমা হবে। প্রয়োজনীয় নথি-সহ আবেদনপত্র নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা -
Office of the Chief Medical Officer of Health, MNK Road, Old Outdoor Campus, Kamarpotty More, Rampurhat, Dist-Birbhum, Pin-731224, W.B
আবেদনের শেষ দিন -
১৯ নভেম্বর এর মধ্যে আপনাকে আবেদন পত্র জমা করতে হবে।
কীভাবে নিয়োগ হবে -
এখানে চাকরি পেতে গেলে কোনরকম লিখিত পরীক্ষা দিতে হবে না। শুধু মাত্র ইন্টারভিউ দিয়ে এবং সবশেষে নথি পত্র যাচাই করে প্রার্থীদের নিয়োগ করা হবে।
কোথায় নিয়োগ হবে -
বীরভূমের রামপুরহাটের হেলথ অফিসে নিয়োগ হবে।
Official Website-
Comments