Special General Knowledge part -1 || October Current affairs in Bengali pdf download || RRb NTPC Gk || RRb group d Gk || Wbp si Gk || Wbp Constable gk || General Knowledge || Special Gk & current affairs Part - 1



   Special General Knowledge part -1


1) মাও সে তুং এর উক্তিটি হল ‘Let a hundred flowers bloom'। 



 2) সুভাষচন্দ্র বসু পদত্যাগের পরে রাজেন্দ্রপ্রসাদ কংগ্রেসের সভাপতি হয়।

 3) লর্ড কর্ণওয়ালিশ ভারতের পুলিশিব্যবস্থার প্রবর্তন করেন। 

 4) ১৮৭৬ সালে সুরেন্দ্রনাথ কর্তৃক ‘ভারতসভা' স্থাপিত হয়। 

5) মহাত্মা গান্ধি বলেছিলেন, 'অস্পৃশ্যতা, মানুষ ও সমাজের বিরুদ্ধে চরম অপরাধ'।

 6) জে পি নিয়োগী প্রথম অর্থ কমিশনের চেয়ারম্যান ছিলেন।

 7) ভারতের স্বাধীনতা যুদ্ধের প্রথম ফাঁসিতে শহিদ ক্ষুদিরাম বসুর জন্ম মোহবনি গ্রামে।

 8) ভি ডি সাভারকার বলেছিলেন ‘সিপাহি বিদ্রোহ’ হল জাতীয় স্বাধীনতার একটি পরিকল্পিত যুদ্ধ।

 9)আমির খসরু বলেছেন, 'ভারতীয় সঙ্গীত' শুধু মানুষকে নয়, প্রাণিদেরও মুগ্ধ করে। 


10)ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণকেন্দ্রটি থুম্বাতে তৈরি হয়েছিল।

11) ইউনিট ট্রাস্ট অব ইন্ডিয়ার সদর দপ্তরটি মুম্বইতে অবস্থিত।

 12) দাদাভাই নৌরজি ‘মহান বৃদ্ধ' নামে পরিচিত।


13) জয়নাল আবেদিন কে ‘কাশ্মীরের আকবর' বলা হয়।

 14) কিপলিং বলেছিলেন, 'East is East and West is
 West and twain shall never meet'. 

15) নরেন্দ্রনাথ ভট্টাচার্যর ছদ্মনাম ‘ফাদার মার্টিন’।

16) ভারতের প্রথম অস্থায়ী প্রধানমন্ত্রীর হলেন গুলজারিলাল নন্দ।

 17) বাংলার প্রথম নির্বাচিত রাজা হলেন গোপাল (৭৫০ খ্রিস্টাব্দ)।

 18) ১৮৮৬ খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন পাশ হয়। 

19) অরবিন্দ ঘোষ Life Divine, দিব্যজ্ঞান গ্রন্থটি লেখেন।

 20) SI পদ্ধতিতে তাপমাত্রার একক কেলভিন।

 21) ভিকাজি রুস্তমজি কামাকে ভারতীয় বিপ্লববাদের জননী বলা হয়।

 22) ১৯৪৬ সালের ১৮ ফেব্রুয়ারি বম্বে তলোয়ার জাহাজে "নৌবিদ্রোহ প্রথম হয়েছিল।


23) ক্যানসার রোগের অপর নাম 'Big C’. & ADH হরমোনের অভাবে ডায়াবেটিস ইনসিপিডাস বা শর্করাবিহীন বহুমূত্র রোগ হয়।

24) ‘গদর' শব্দের অর্থ হল বিপ্লব।



25) আমাদের চোখে উল্টো প্রতিবিম্ব গঠিত হয় রেটিনায়। 

 26) গ্যাসের আয়তন গ্যাসটির চাপের সঙ্গে ব্যাস্তানুপাতে পরিবর্তিত হয়। & PV = RT সমীকরণটি মেনে চলে যে গ্যাসগুলি তাদের আদর্শ গ্যাস বলে।

 
27) বয়েলের সূত্রের গাণিতিক রূপ হল PV = = K.I & সিগারেটের লাইটারে বিউটেন গ্যাস থাকে।

 28) LPG হল বিউটেন, প্রোপেন এর মিশ্রণ।

 29) কোনও মৌলের একটি পরমাণু একটি হাইড্রোজেন পরমাণুর চেয়ে যতগুণ ভারি, সেই সংখ্যাটিকে ওই মৌলের পারমাণবিক গুরুত্ব বলে।

 30) পশ্চিমবঙ্গের একমাত্র মহিলা রাজ্যপালের নাম হল শ্রীমতী পদ্মজা নাইডু।

 
31) ভারত সরকারের আইন বিষয়ক সর্বোচ্চ পদাধিকারী ব্যক্তির নাম হল অ্যাটর্নি জেনারেল।


32) ভারতের প্রথম মহিলা স্পিকারের নাম হল শ্রীমতী
শানোদেবী (হরিয়ানা)।


33) ১৯৯২ সালে সত্যজিৎ রায় ‘ভারতরত্ন উপাধি পান। & সবুজ বর্ণের আলোকে সালোক সংশ্লেষ বন্ধ হয়।

 
34) ১৪৯২ খ্রিঃ কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন।

35) ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার চূড়ান্তভাবে অনুমোদিত হয় জাতীয় উন্নয়ন পর্ষদ দ্বারা।


36) বয়েলের সূত্র হল - নির্দিষ্ট উয়তায় কোনও নির্দিষ্ট ভরের


37) একটি তরলের ফোঁটা গোলাকৃতি হওয়ার কারণ হল পৃষ্ঠটান।

 
38) জোনাকির আলো দেখা যায় লুসিফোরিন রাসায়নিক পদার্থ থাকার জন্য।

 39)যে সমস্ত সৌররশ্মি বায়ুমণ্ডলকে উত্তপ্ত না করে মহাশূন্যে প্রতিফলিত ও বিচ্ছুরিত হয় তাকে অ্যালবেডো বলে।

 40) সমুদ্রপথের দূরত্ব মাপা হয় নট এককের সাহায্যে। & বেতার তরঙ্গ প্রতিফলিত হয় আয়নোস্ফিয়ার স্তরে।

 41) ব্যারোমিটারের পারদস্তম্ভের উচ্চতা হঠাৎ কমে গেলে ঝড় এর পূর্বাভাস পাওয়া যায়।

 42) ‘চিনুক বায়ু আমেরিকা যুক্তরাষ্ট্রের রকি পার্বত্য অঞ্চলে দেখা যায়।


43) স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি হলেন সর্বপল্লি রাধাকৃষ্ণণ।

 44) ধর্মপাল বিক্রমশীলা মহাবিহার প্রতিষ্ঠা করেন। > আলাউদ্দিন খিলজি প্রথম রেশনব্যবস্থা চালু করেন।

 45) ‘হুমায়ুন' কথাটির অর্থ হল সৌভাগ্যবান ।

 46) বেবাদল খাঁ ময়ূর সিংহাসন নির্মাণ করেন।

 47) শাহজাহান এর রাজত্বকালে ‘মুঘল সাম্রাজ্যের স্বর্ণযুগ' (Golden Age of the Mughals) বলা হয়। 

48) রঞ্জিত সিংহ এবং ইংরেজদের মধ্যে ১৮০৯ খ্রিস্টাব্দে অমৃতসর সন্ধি স্বাক্ষরিত হয়।

 49) ভারতের গভীরতম বন্দরটির নাম হল বিশাখাপত্তনম।

50) ভারতের উচ্চতম শহর হল লে বা লেহ।

 51) ভারতের শুল্কমুক্ত বন্দর হল কান্ডালা (গুজরাট)। & লিংসি লা ও ইউল লা গিরিপথ ভুটান ও তিব্বত এই দুটি স্থানের মধ্যে সংযোগ রক্ষা করছে।

 52) এশিয়ার বৃহত্তম লৌহ-ইস্পাত কারখানা হল জাপানের ইয়াওটা উটা ।

 53) নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর আবর্তনের বেগ সবচেয়ে বেশি।

 54) ভারতের সর্বোচ্চ সড়কপথ হল খারদুং লা ।

 55) ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র হল মালদ্বীপ (ভূটান দ্বিতীয়)।

 56) অনিষিক্ত ডিম্বাশয় থেকে বীজবিহীন ফল সৃষ্টি হওয়াকে পারথেনোকার্পি বলে।

 57) ইথিলিন হরমোন ফল পাকাতে সাহায্য করে।

 58) অগ্ন্যাশয়ের বিটা কোশ থেকে ইনসুলিন নিঃসৃত হয়।

59) অগ্ন্যাশয়ের আলফা কোশ থেকে গ্লুকাগন নিঃসৃত হয়।

 60) প্রতি 100 ml. রক্তে শর্করার স্বাভাবিক পরিমাণ হল 80-120 mg. I

 61) রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধিকে হাইপারগ্লাইসিমিয়া বলে।

 62) রক্তে শর্করার পরিমাণ কমে যাওয়াকে হাইপোগ্লাইসিমিয়া বলে।

 63) রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধিজনিত রোগকে ডায়াবেটিস মেলিটাস বলে।


64) সূর্য থেকে যে শক্তি বা উত্তাপ পৃথিবীতে এসে পৌঁছয় তাকে ইনসোলেশন বা সূর্যরশ্মির তাপীয় ফল বলে। 

65) কুয়াশার খুবই ক্ষুদ্রাকৃতি জলকণাগুলিকে ফগ বলে।

 66) শীতপ্রধান স্থানে শিশির বিন্দুগুলি ঠান্ডায় জমাট বেঁধে কঠিন হলে তাকে তুহিন বলে।

 67) আকাশে সর্বোচ্চস্তরের মেঘের নাম সিরাস।

 68) বায়ুর গতিবেগের একক হল নট।

 69) The Commonwealth-এর আসল নাম হল The British Commonwealth of Nations 

70) ১৯২৬ সালে কমনওয়েলথ গঠিত হয়।

 71) বর্তমানে কমনওয়েলথ দেশের সদস্যসংখ্যা হল ৫৪টি।

 72) কমনওয়েলথ সদর দপ্তর হল লণ্ডনে। 

73) কমনওয়েলথ-এর প্রতীকী প্রধান হলেন ব্রিটেনের রাণী এলিজাবেথ।

 74) রাষ্ট্রসংঘের পর বিশ্বের বৃহত্তম জোট হল NAM। 

75) ১৯৫৫ সালে ইন্দোনেশিয়ার বান্দাং-এ NAM এর আত্মপ্রকাশ হয়।

76) বর্তমানে NAM-এর সদস্যসংখ্যা হল ১১টি। ১২০

77) ১৯৬১ সালে পূর্বতন যুগোশ্লাভিয়ার বেলগ্রেডে NAM-এর প্রথম শীর্ষ সম্মেলন হয়।

78) ভারতবর্ষে ১৯৮৩ সালে, নয়াদিল্লিতে প্রথম NAM-এর শীর্ষ সম্মেলন হয়।

79) ১৯৬৭ সালের ৪ আগস্ট, ব্যাংকক-এ অ্যাসোসিয়েশন অব সাউথ-ইস্ট এশিয়ান নেশনস (ASEAN) গঠিত হয়।

 80) রাশিয়া, ১৯৯৮ সালে যোগ দিয়ে G-7-এর নাম G-8 হয়।

81) ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন (INTERPOL) ১৯২৩ সালে প্যারিসে গঠিত হয়।

 82) রেডক্রস তিনবার (১৯১৭, ১৯৪৪ এবং ১৯৬৩ সালে) নোবেল শান্তি পুরস্কার পায়।

 83) আকবরের তরবারির নাম সংগ্রাম। & জে এইচ ডুনান্ট, ১৮৮৬ সালে রেডক্রস গঠন করেন।

84) রেডক্রস-এর সদর দপ্তর হল জেনিভা।

85) শিবাজির তরবারির নাম ভবানী।

 86) 'March of the Volunteers' - চিন দেশের জাতীয় সঙ্গীতের প্রথম লাইন।

 87) হল্যান্ড / নেদারল্যান্ড দেশের সরকারি নথির নাম 'অরেঞ্জবুক'।

 88) 'Long live our beloved king'-সৌদি আরব দেশের জাতীয় সঙ্গীতের প্রথম লাইন।

 89) Where Art thou—আত্মজীবনীটি মকবুল ফিদা হুসেন।

90) Being Myself - আত্মজীবনীটি মার্টিনা নাভ্রাতিলোভা এর লেখা।




       Current affairs October (part -1)


1) সম্প্রতি সাহিত্যে ২০২২ নোবেল পুরস্কার পাচ্ছেন ফ্রান্সের লেখিকা Annie Ernaux


 2) ২০২২ সেপ্টেম্বর মাসে মহিলা বিভাগে ICC Player of the Month হলেন ভারতের হারমানপ্রীত কৌর

 
 3) World Cotton Day পালন করা হয় ৭ই অক্টোবর; এবছরের থিম হলো-“Weaving a better future for cotton"

 4) Devendra Lal Memorial Medal 2022 জিতলেন ড. রক্সি কল

 9) সম্প্রতি সমাজ সেবার জন্য "সেবা রত্ন সম্মান" পেলেন রতন টাটা



10) World Mental Health Day পালন করা হয় ১০ই অক্টোবর; এবছরের থিম হলো-"Make mental health and well-being for all a global priority "

 11) আন্তর্জাতিক কন্যা সন্তান দিবস পালন করা হয় ১১ই অক্টোবর; এবছরের থিম হলো- "Our time is now – Our rights, Our future"

 12) World Arthritis Day পালন করা হয় ১২ই অক্টোবর; এবছরের থিম হলো-“It's in your hands, take action

13) World Standards Day পালন করা হয় ১৪ই অক্টোবর; এবছরের থিম হলো- " Shared Vision for a Better World"

 14) এ.পি. জে আব্দুল কালামের জন্মবার্ষিকী উপলক্ষ্যে World Students' Day পালন করা হয় ১৫ই অক্টোবর


15) ষষ্ঠবার ভারতের সবথেকে পরিষ্কার পরিচ্ছন্ন শহরের তকমা পেল মধ্যপ্রদেশের ইন্দোর শহর

16) ৩২তম বিহারী পুরস্কারে সম্মানিত হচ্ছেন লেখক মাধব হাদা

17)  সম্প্রতি পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার ২০২২ পাচ্ছেন Alain Aspect, John F. Clauser 4 Anton Zeilinger

18) সম্প্রতি UNHCR Nansen Refugee Award পেলেন জার্মানির প্রাক্তন চ্যান্সেলর Angela Merkel 

19) ইলেকশন কমিশনের দ্বারা "ন্যাশনাল আইকন" হিসাবে ঘোষিত হলেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী

 20) Indian Ordinance Factory-এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন সঞ্জীব কিশোর

 21) রসায়ন বিজ্ঞানে ২০২২ নোবেল পুরস্কার পাচ্ছেন Carolyn Bertozzi, Morten Meldal 4 Barry Sharpless

 22) কানাডাতে Global India Award জিতলেন অনিল

 আগারবাল

23) World Animal Day পালন করা হয় ৪ঠা অক্টোবর; এবছরের থিম হলো - "A Shared Planet "


 24) ভারতীয় বায়ুসেনা দিবস পালন করা হয় প্রতি বছর ৮ই অক্টোবর



25) SASTRA Ramanujan Prize for 2022 পাচ্ছেন ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর Yunqing Tang

26) World Post Day পালন করা হয় ৯ই অক্টোবর; এবছরের থিম হলো - " Post for Planet "

 27) ২০২২ সেপ্টেম্বর মাসে পুরুষ বিভাগে ICC Player of the Month হলেন পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান

 28) বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয় ৫ই অক্টোবর; এবছরের থিম হলো- "The Transformation of Education Begins with Teachers"


____________________________________________

সম্পূর্ণ পিডিএফ পেতে নীচে দেওয়া লিংক টি ক্লিক করুন -👇👇👇


Comments

Popular posts from this blog

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024

রাজ্যে নতুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ || WB ICDS Supervisor Recruitment 2024 || সুপারভাইজার ও হেলপার নতুন নিয়োগ