ব্যাথা বেদনা - কাজল মৈত্র || Bhatha bedona - Kajal maitra || কবিতা || Poems || Kobita

 ব্যাথা বেদনা 

     কাজল মৈত্র 


বেদনা নিঃশব্দে হৃদয়ে স্থায়ী হয়

ঈশ্বরের বাগানে উগরানো ব্যাথা দীর্ঘস্থায়ী নয়

কে আছো বন্ধু কে ধরবে নিঃসরনের হাত

ব্যাথার অশ্রু মুছিয়ে কে আনবে সুখের রাত

ভোরের সাথে দুঃখ জীবনে উঁকি দেয়

অর্থ যাদের চিরস্থায়ী কষ্ট তাদের নয়

বেদনা কি কাপুরুষ যে মৃত্যু ভয় পায়? 

Comments

Popular posts from this blog

শারদীয়া সংখ্যা ১৪৩০ || সম্পাদকীয় ও সূচিপত্র || World Sahitya Adda Sarod sonkha 1430

শারদীয়া সংখ্যা ১৪৩১ || Sarod sonkha 1431 || সম্পাদকীয় ও সূচিপত্র