বিপরীতার্থক - শ্যামল রক্ষিত || Biporitarthak - Shyamal Rakhshit || কবিতা || Poems || Kobita
বিপরীতার্থক
শ্যামল রক্ষিত
ধরুন , গাড়ির চাকাটাকে জড়িয়ে ধরুন
তারপর পা হড়কে পড়ে যান গর্তে
আমি এইমুহূর্তে জগৎ থেকে দুই মিনিট সরিয়ে দিলাম
দেখি কীভাবে আপনি ফেরেন নিজের অবস্থানে
চ্যাপলিন যেভাবে দেখেছিলেন , পুতুলগুলো ছিল কেবলমাত্র হাসির খোরাক
হিটলার যেভাবে দেখেছিলেন , উলটো দিকে হাঁটতে-হাঁটতে নদীর সীমানায় একটুকরো বিজয়স্তম্ভ রচিত হয়
বিবেকানন্দ যেভাবে দেখেছিলেন , স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের যৌথমিলনে তৈরি হয় অচেনা ভারতবর্ষ
গাড়ি চলছে সরলরৈখিক বিন্যাসে , ঘর্ষণে -বিপ্লবে এত শুদ্ধতার টান
দ্বৈতের হাত ধরেই পার হয়ে যাচ্ছে সমুদ্র , পাহাড় , জঙ্গল, গ্রাম-শহরের ব্যালকনি
পুরো ব্যাপারটা বুঝতে আপনার যে এত সময় লাগল , আমি ভীষণ দুঃখিত হে
সহজতা দিয়ে আর যাই হোক , একটি জাতির হালচাল বদলানো যায় না ।
Comments