Saturday, March 2, 2024

হাইব্রিড জ্ঞান - পার্থ প্রতিম দাস || Highbrid Gan - Partho protim Das || short story || অনুগল্প || Mini story || গল্প || story

   হাইব্রিড জ্ঞান

      পার্থ প্রতিম দাস 



 গ্রামে একজন ডাক্তার থাকে। যে সে ডাক্তার না। একেবারে বিলেত ফেরত ডাক্তার। তাই আশেপাশে তার বিরাট নাম ডাক। কারুর কিছু অসুখ করলে সবাই বিলাত ফেরত ডাক্তার গৌরবের সরনাপন্ন হয়। 

      কালি পুজোর পরের দিন। ঘনার শ্বাস নিতে কষ্ট হচ্ছিলো। তাই ঘনা ছুটে যায় গৌরব ডাক্তারের কাছে। গৌরব পরীক্ষা করলো। 

      ঘনা জিগ্যেস করলো, "ডাক্তারবাবু, আমার কি হয়েছে?"

       গৌরব বলল, "কিছু না, পরিবেশ দূষণের ফল। সরকারী ভাবে পটাখা ফাটানো বন্ধ থাকলেও চারপাশে কালি পূজায় যে ভাবে পটাখা ফাটাচ্ছে। তা দেখে মনে হচ্ছে, তারা তাদের বাপের বিয়েতে আনন্দ করছে। ভাবনার কিছু নেই। ঔষধটা নিয়ম করে খেলে সব ঠিক হয়ে যাবে।"

      ঘনা মুর্খ মানুষ। তাই অতশত বুঝে না। ডাক্তারবাবু যখন বলেছে, নিশ্চয় ঠিক কথা বলেছে।

     ঘনা ঔষধ খেয়ে ভালই ছিল। কিন্তু পয়লা জানুয়ারির রাত থেকে আবার শ্বাস কষ্ট শুরু হলো। তখন অগত্যা আবার ছুটল গৌরব ডাক্তারের কাছে। 

      গৌরব সব পরীক্ষা করে দেখলো। তখন ঘনা বলল, "ছেলেদেরকে পটাখা ফাটাতে বারন করেছিলাম। কিন্তু কেউ শুনলো না। মনে হয় পটাখার ধোঁয়া এবারেও শরীরে ঢুকতে এত কষ্ট শুরু হয়েছে।"

      গৌরব কথাটা শুনে বেশ গম্ভীর হয়ে প্রেকসিপসন লিখতে লিখতে বলল, "তুমি সব জানো? তুমি ডাক্তার না আমি ডাক্তার? নতুন বছরে পটাখা ফাটালে ভালো। পরিবেশ সুদ্ধ হয়ে যায়। বিদেশের মানুষ তাই পয়লা জানুয়ারিতে পটাখা ফাটাচ্ছে। আমাদের ও সেই মহৎ কাজে সামিল হওয়া উচিত।"


No comments: