ছোট্ট পবন
সুশান্ত সেন
পাখি আকাশ আর দাদুর ভেলকি
সব মিলে মিশে যখন অন্তরীক্ষে মিলিয়ে গেল
তখন ছোট্ট পবন ভাবছিল
কার কাছ থেকে চকলেট আর সন্দেশ
চাওয়া যায়।
সবাই যে স্নেহ বিতরণ করবে
আশা করা বৃথা এই সমাজে
তাই ভাবনার আর শেষ হলো না।
জম্পেশ করে ময়দা মেখে
মানদা মাসী লুচি ভাজছিলেন
আর ছোট্ট পবন জুল জুল করে
সেই দিকে তাকিয়ে ছিল।
No comments:
Post a Comment