ছোট্ট পবন - সুশান্ত সেন || Chhotto Poban - Susanta sen || কবিতা || Poems || Kobita

 ছোট্ট পবন

      সুশান্ত সেন


পাখি আকাশ আর দাদুর ভেলকি

সব মিলে মিশে যখন অন্তরীক্ষে মিলিয়ে গেল

তখন ছোট্ট পবন ভাবছিল

কার কাছ থেকে চকলেট আর সন্দেশ 

চাওয়া যায়।


সবাই যে স্নেহ বিতরণ করবে

আশা করা বৃথা এই সমাজে

তাই ভাবনার আর শেষ হলো না।


জম্পেশ করে ময়দা মেখে 

মানদা মাসী লুচি ভাজছিলেন

আর ছোট্ট পবন জুল জুল করে

সেই দিকে তাকিয়ে ছিল।




Comments

Popular posts from this blog

শারদীয়া সংখ্যা ১৪৩০ || সম্পাদকীয় ও সূচিপত্র || World Sahitya Adda Sarod sonkha 1430

শারদীয়া সংখ্যা ১৪৩১ || Sarod sonkha 1431 || সম্পাদকীয় ও সূচিপত্র