ছোট্ট পবন - সুশান্ত সেন || Chhotto Poban - Susanta sen || কবিতা || Poems || Kobita
ছোট্ট পবন
সুশান্ত সেন
পাখি আকাশ আর দাদুর ভেলকি
সব মিলে মিশে যখন অন্তরীক্ষে মিলিয়ে গেল
তখন ছোট্ট পবন ভাবছিল
কার কাছ থেকে চকলেট আর সন্দেশ
চাওয়া যায়।
সবাই যে স্নেহ বিতরণ করবে
আশা করা বৃথা এই সমাজে
তাই ভাবনার আর শেষ হলো না।
জম্পেশ করে ময়দা মেখে
মানদা মাসী লুচি ভাজছিলেন
আর ছোট্ট পবন জুল জুল করে
সেই দিকে তাকিয়ে ছিল।
Comments