ফেব্রুয়ারি সংখ্যা ২০২৩ || February Sonkha 2023
যে পাখিগুলো যাযাবর তাদের যেতে দাও। মুক্তির আকাঙ্ক্ষা সবার আছে। ওরা যাযাবর। ঠিক আছে, কিন্তু ওরা সঙ্গীহীন নয়। ওরা নিজের প্রজাতির কাছে গাঢ়। ওরা ভাসতে জানে, ওরা ভাসাতে জানে তবে একসাথে।
তুমি সুদূর নীলনদ থেকে যে প্রেমের হীরা কুড়িয়ে এনেছিলে তার প্রেমের অন্তরালে মোহগ্রস্ত হয়ে সে অচিন পাখি তোমাকে আদর না দিয়ে যাযাবর হয়ে গেছে। তার চাতক প্রাণা দৃষ্টি তোমাকে বেআকুল করে দেবে, যখন তুমি ঘুরতে ঘুরতে হাঁপিয়ে যাবে তখন তুমিও আবার সঙ্গহীন যাযাবর। এবার একটু বিশ্রাম তোমাকে শিক্ষা দেবে। তুমি এবার আঁকড়ে ধরবে সাহিত্যকে, ক্ষতি নেই। তোমার অপেক্ষাতেই সাহিত্য আছে। তুমি ওকে আদর করো, একটু পড়ে নাও, কোলে তুলে গ্রাস করো। দেখবে তুমি ক্ষণিকের শান্তি পেয়েছো। ঐ ক্ষণিকের শান্তি নিয়ে তোমার পাশে দাঁড়াবে ওয়ার্ল্ড সাহিত্য আড্ডা ব্লগ ম্যাগাজিন। তাই ওয়ার্ল্ড সাহিত্য আড্ডা ম্যাগাজিনকে সাদরে গ্রহণ করুন। সাহিত্যে থাকুন। সুস্থ থাকুন ভালো থাকুন।
ধন্যবাদান্তে
ওয়ার্ল্ড সাহিত্য আড্ডা সম্পাদকীয় বিভাগ
Comments