টাটা কোম্পানিতে নিয়োগ হবে 1 লক্ষ পদে || Tata consultancy Recruitment 2022 || TCS Recruitment 2022
আবার নতুন কর্মী নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। টানা দু'বছর করোনা পরিস্থিতির জন্য অনেক কোম্পানি বা সংস্থা থেকে কর্মী ছাঁটাই হয়েছে। এবার নতুন সুযোগ এসেছে টাটা কোম্পানির হাত ধরে। সমগ্র দেশে এই সংস্থার নিয়োগে সুযোগ রয়েছে। নিয়োগ টি হবে টাটা কনসালটেন্সি সার্ভিস (TCS) এর কর্মী হিসেবে। আমাদের রাজ্যের পুরুষ ও মহিলা সকলেই এখানে আবেদন করার সুযোগ পাবেন। সব থেকে বড় সুযোগ এখানে কাজ করতে হতে কোনো রকম কাজের পূর্ব অভিজ্ঞতার দরকার নেই। বেতন পাবেন অনেক। নীচে বিস্তারিত আলোচনা করা হল- বিশ্বের একটি বৃহৎ সংস্থা হল টাটা। আমারা জানি ভারতেও এর থেকে বড় সংস্থা তেমন নেই। এই টাটা কোম্পানির একটি বৃহত্তম সংস্থা TCS অর্থাৎ কনসালটেন্সি সার্ভিস। এই সংস্থায় প্রায় অনেক সময় ধরে কর্মী নিয়োগ হয়। অধিকাংশ চাকরি অফিসিয়াল। সম্পূর্ণ ফ্রেশাররা আবেদন করতে পারবেন। বয়স: 18 থেকে 45 বছরের মধ্যে আপনার বয়স হলেই আপনি এখানে আবেদন করার সুযোগ পাবেন। আমাদের দেশে তথা আমাদের রাজ্যে এই সংস্থার অনেক কার্যালয় রয়েছে বিভিন্ন শহরে। এইসব সংস্থাগুলো পরিচালনা করার জন্য প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ করা হয় ভারত...