ভালোবাসা ডট কম - সুপ্রিয় ঘোষ || Valobasa Dot com - Supriyo ghosh || অনুগল্প || Short story || Prose

 ভালোবাসা ডট কম

              সুপ্রিয় ঘোষ 



ভালোবাসা যেকোন কিছুই মেনে চলে না তা আমরা জানি," মন চায় মিলতে মিশে হয় খুশি মন গাছের সাথে গাছ হয় নদীর সাথে নদী"। ঠিক এই লাইনটা আমাদের হৃদয়ের প্রতিরূপ ঠিক তেমনই ঘটনা রূপম ইসলাম ও দেবপ্রিয়ারমধ‍্যে। রূপম সেন্ট্রাল পাবশিকেশন স্কুলে টিচার আর দেবপ্রিয়া এগ্রিজকালচারের ছাএী লাস্ট ইয়ার। তাদের মধ‍্যে প্রেম হয় এক বাসে যাতায়াত থেকে একদিন বাসে ওঠৈ দেবপ্রিয়া দেখে তার কাছে টাকা নেই তখন পাশের সিটে বসা রূপমকে বলে আপনি টাকাটা দেবেন আর আপনার ফোন নং দেবেন বাড়ি ফিরে অনলাইন টাকা পাঠিয়ে দেব। তারপর রূপম বলে নাহ নাহ ঠিক আছে বলে তার ভাড়া দিয়ে দেয়। তারপর বাড়ি ফিরে দেবপ্রিয়া টাকা পাঠিয়ে দেয় এবং ওয়াটস অ‍্যাপে এসএমএস করে। এরপর তাদের প্রতিদিন কথা হতে থাকে এবং বাসে মাঝে মাঝে দেখা হয় এইভাবে চলতে চলতে কখন যে দুজন দুজনকে ভালোবেসে ফেলে তা তাদের অজানা। একদিন রূপম মনের কথা দেবপ্রিয়াকে বলে সে তাকে ভালোবাসে ও বিয়ে করতে চায়।দেবপ্রিয়া বলে আপনি আমার চেয়ে অনেক বড়ো তাছাড়া আমাদের বিয়ে কি কেও মানবে? রূপম বলে ভালোবাসা ধর্মহীণ বর্ণহীণ তা কখনই ধর্মকেন্দ্রিক হতে পারেনা আর কেও না মানলে আমরা বাইরে থাকবো। কিছুদিন পর দেবপ্রিয়া প্রথমে বাড়িতে জানায় কিন্তু সবাই নারাজ বলে এ হতে পারেনা সমাজ বলে ব‍্যাপার আছে এটা হলে আমরা সমাজে থাকতে পারবোনা আমাদের একঘরে করে দেবে।এই সব দেবপ্রিয়া মুখে শুনে রূপম নিজে গিয়ে বলে দেখুন আমাদের ভালোবাসা আমাদের বিবাহ সমাজ কি ভাবলো তাতে কি আসে। দুটি মানুষের হৃদয় মিলনই তো সব তাহলেই তো বিয়ে হয়ে যাওয়া। এই সব শুনে দেবপ্রিয়া বাড়িতে মেনে নেয় এবং বিয়ে ঠিক হয়।

একদিন হঠাৎ দেবপ্রিয়া বলে ওঠে আমাদের ভালোবাসার কিছু নাম দেওেয়া উচিত আর পাঁচটা ভালোবাসা থেকে আমাদের ভালোবাসা আলাদা। তখন রূপম বলে যেহুতু আমাদের ভালোবাসা ধর্মহীণ তাই নাম হবে "ভালোবাসা ডট কম"। এইভাবে তাদের একদিন বিয়ে হয়ে যায় সুখে সংসার করতে শুরু করে।

Comments

Popular posts from this blog

শারদীয়া সংখ্যা ১৪৩০ || সম্পাদকীয় ও সূচিপত্র || World Sahitya Adda Sarod sonkha 1430

শারদীয়া সংখ্যা ১৪৩১ || Sarod sonkha 1431 || সম্পাদকীয় ও সূচিপত্র