লাইমলাইট - মধুরিমা ব্যানার্জ্জী || limelight - Madhurima Banerjee || অনুগল্প || Short story || Prose
লাইমলাইট
মধুরিমা ব্যানার্জ্জী
কালিকাচরনের আজ একদম শেষ অবস্থা। এককালের ডাকসাইটে ব্যান্ডের লিড সিঙ্গার কালিকাচরন। মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ফিরছিলেন নয়নাজুলিতে। গাড়ি উল্টে গিয়ে ব্যান্ডের অনেকেই মারা যায়। নিজেকেই দোষ দিয়ে নেশার মৌতাতে ডুবে থাকেন তিনি। আজকাল জ্ঞান গলা দিয়ে সেরকম একটা আসেনা, তিনি চেষ্টাও করেননা। বুকে ব্যাথাটা মাঝে মধ্যে শোয়ের মাঝেই জানান দেয়। আগে কালিকাচরনের সাথে সেলফি তোলার ভিড়, নাহলে সই চাওয়ার। সেই ভিড় ক্রমশ পাতলা। আসলে লাইমলাইট থেকে সরে এলে মানুষ তো ক্রমশ ভুলতে থাকে। এখন শো অনেক কমে গেছে। তবে দলে গোপাল বলে নতুন ছেলেটি আসার পর একটু যা বায়না হয়। আজ এই শোয়ে নিজে গাইতে গিয়ে হার্ট অ্যাটাকে মারা যান কালিকাচরন। জাত শিল্পীর লাইমলাইট চলে গেলে যা হয়।
Comments