অন্নের চেয়ে বড় যা - দিলীপ পণ্ডা || Onner cheye boro Jaa - Dilip Ponda || অনুগল্প || Short story || Prose

 অন্নের চেয়ে বড় যা

         দিলীপ পণ্ডা



     সব্জী কুটতে কুটতে বটিটা একদিকে ঠেলে ফেলে দিয়ে হেঁশেল থেকে একটা দা হাতে নিয়ে ছুটল নমিতা।হুট করে কিছু করে বসবে, তা হয়না।মাঠের আলপথে দৌড়াতে দৌড়াতে সে দেখল একটা গরু ঢুকে পড়েছে বেড়া ভেঙে।কী অবাক করা কাণ্ড! লাল ডাটাগুলো পরপর মুড়িয়ে দিল? ভাগ্যিস তো ডাটা নিতে এসেছিল,নইলে কত্তার এত সাধের চাষ সব তছনছ করে দিত।জন্তুটাকে তাড়িয়ে বেড়াটা তুলে সোজা করে দিল নমিতা।


   রান্নাঘরে ঢুকে একটা পোড়া গন্ধ নাকে আসতে একঘটি জল ঢেলে দিল হাড়িটায়।ভাতটা হয়ত রক্ষা পেল কিন্তু ওর রক্ষা হবে কি?একটা বুদ্ধি খেলে গেল মাথায়।নিজের গোয়ালঘরের একটা গাই এনে সে বাঁধল রান্নাঘরের কাছে পেঁপে গাছটায়।


   কত্তা জমি পরিদর্শন করে একেবারে স্নান করে ফিরেছেন।রান্নাটা ভারী সুন্দর হয়েছে আজ,যেন মহোৎসবের খাবার---বলে অফিসে যাওয়ার সাইকেলের স্ট্যাণ্ডটা তুললেন।নমিতা হাঁ করে তার মুখের দিকে তাকিয়ে রইল।চোখজুড়ে নতুন প্রেমের উন্মাদনা কিছুটা ঠিকরে পড়েছিল কত্তার পাঁজরের গভীরে।

Comments

Popular posts from this blog

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024

রাজ্যে নতুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ || WB ICDS Supervisor Recruitment 2024 || সুপারভাইজার ও হেলপার নতুন নিয়োগ