Sunday, July 30, 2023

আমাদের সব আছে - তীর্থঙ্কর সুমিত‌ || Amader sob ache - Tirthankar Sumit || Bengali Poem || Poetry || বাংলা কবিতা

   আমাদের সব আছে

         তীর্থঙ্কর সুমিত




আমাদের সব আছে

পাঁচ টাকা, দশ টাকা, কুড়ি টাকা

একটাকা - দু টাকার হিসেব রাখিনা

টালির চালে যখন সূর্যের আলো পড়ে 

মনে হয় একশো বিদ্যুতের ঝলকানি

কি বলবো নীলিমা তোমায়!

সে এক দারুণ অনুভূতি

ডোবা কখন নদী হলো

সবুজ কখন কংক্রিট হলো

আলো কখন অন্ধকার হলো

আর তুমি...



আমি এখন ক্যাকটাসের সন্ধি খুঁজি।

No comments: