ছেলেবেলা
সত্যেন্দ্রনাথ পাইন
বৃষ্টি আমার ফিরিয়ে দিও
সেই ছোট্টবেলা
তোমায় ভিজে খুনসুটিতে
কাটতো বিকেলবেলা ।
আজকে আমি দাঁড়িয়ে আছি
শুনতে তোমার গান
ভিজে যাওয়া স্বপ্ন দেখতে
মন করে আনচান ।
মায়ের বকুনি বাবার হাত
আর ভিজে যাওয়া মন
কত আপন ছিল সেসব
আজ খুঁজি সারাক্ষণ।
আষাঢ় মাসে একবার তুমি
এলে যখন ভাই
দাওনা জুগিয়ে মনের ফসল
পাকুড়তলায় যাই।।
বৃষ্টি তুমি বাদল বরষ
ফিরিয়ে দিও অতীত
যখন মোরা পুকুর ঘাটে
করতাম বেসুরো সঙ্গীত।।
আজ আমি বড় হয়েছি
কেউ শোনে না কথা
তুমি মনে করিয়ে দিও সেই
ক্ষত দিনের ব্যথা ।।
ছেলেবেলা তুমি কি গো
নিশ্ছিদ্র আলপনা?
আঁকা ছবির শুটিং শুরু
পুতুলের ভেঁপু বাজনা।।
No comments:
Post a Comment