পরিবেশ - অভিজিৎ দত্ত || Poribesh - Avijit dutta || Bengali Poem || Poetry || বাংলা কবিতা

 পরিবেশ

অভিজিৎ দত্ত 



পরিবেশের সঙ্গেই জীবের জীবন 

ওতঃপ্রোতভাবে জড়িত 

পরিবেশের ক্ষতি হলে 

জীবের ক্ষতি হবে ততো।


গরমের সময় মাত্রাতিরিক্ত গরম 

ঠান্ডার সময় অতিরিক্ত ঠান্ডা

আবার হঠাৎ,হঠাৎ প্রবল ঝড়ে 

প্রকৃতি চারপাশকে লন্ডভন্ড করে। 

ভেবে দেখেছো কী এই ব্যাপারটা?

কত ক্ষতি হলে পরিবেশের 

ঘটে এই বিপর্যয়টা। 


আবার বিশ্ব উষ্ণায়নের জেরে 

হিমবাহ গলছে দ্রুত 

তাই ঘটা করে পরিবেশ দিবস 

পালন করার সাথে,সাথে 

পরিবেশ বান্ধব হতে হবে সকলকে।

বিদ্যালয়স্তর থেকে এগিয়ে 

আসতে হবে প্রত্যেককে। 

সরকারকে করতে হবে বছরভর 

প্রচার ও সচেতনতা 

এরসাথে দরকার আইনের কঠোরতা।

Comments

Popular posts from this blog

শারদীয়া সংখ্যা ১৪৩০ || সম্পাদকীয় ও সূচিপত্র || World Sahitya Adda Sarod sonkha 1430

শারদীয়া সংখ্যা ১৪৩১ || Sarod sonkha 1431 || সম্পাদকীয় ও সূচিপত্র