রক্তবীজ - গোবিন্দ মোদক || Roktobij - Gobinda modak || Bengali Poem || Poetry || বাংলা কবিতা
রক্তবীজ
গোবিন্দ মোদক
রক্তবীজ! রক্তে খেলা করে অহর্নিশ।
আক্রোশে প্রবল, দুরন্ত!
গড়ে তোলে প্রতিশোধের সাম্রাজ্য।
ঔদ্ধত্য আর দুর্বিষহ স্পর্ধা চামর দোলায়।
পতাকা ওড়ে প্রতিহিংসার।
রাজ্যপাট জুড়ে রক্ত-রণদামামা বাজে।
বাজে তূর্য, ভেরী, কাড়া-নাকাড়া!
ফুলের কোমলতাকে
অঙ্গার বানাবার সমূহ আয়োজন সম্পূর্ণ।
প্রবল আস্ফালনে হাসতে থাকে রক্তবীজ!
এক .. দুই .. তিন .. শত .. সহস্র .. রক্তবীজ।
কেউ কি আছো?
কোনও ছিন্নমস্তা অথবা কোনও করালবদনী??
Comments