Sunday, July 30, 2023

আম্রপালির বাজার কেমন - দিলীপ কুমার মধু || Amro palir bazar kemon - Dilip Kumar Madhu || ছড়া || Rhyme || Bengali Poem || Poetry || বাংলা কবিতা

    আম্রপালির বাজার কেমন ?

            দিলীপ কুমার মধু


খুব গরমে খুড়ো একদিন ফলের বাজার যায়

আড় চোখেতে তাকায় খুড়ো ডাইনে কিংবা বায়।

ফলের মার্কেট গিয়ে বলে-- কই আম্রপালি ?

একজন বলে --এই দেখো আম, খাওনা এক ফালি।

আরো জনা দশেক বলে-- খুব মিষ্টি আম

চেহারা দেখো, আম বেচাতে আমার আছে নাম।

কেউ বলছে --এত মিষ্টি মিছরি মনে হবে

কেউ বলছে --দুটো ফ্রি, দু কেজি আম নেবে ?

ছাদে -গন্ধে অতুলনীয় --আমার আম নাও

তেইশ বছর এই মার্কেটে চিনতে আমায় পাও?

খুড়ো বলে-- না রে ভাই, আম নেবো না আজ

 আম্রপালির বাজার দেখতে ফেলে এলাম কাজ।


No comments: