জুলাই সংখ্যা 2023 || সম্পাদকীয় || July Sonkha 2023
বিকেলের নির্লিপ্ত রোদ্দুরে মেখে নেওয়া রক্ত স্নান প্রতিটি দেহান্তর উদ্ভাসিত করে। বেঁকে বসা হৃদয় অঙ্কুর একটু বিশ্রামের আশা রাখে। নরম কোলে বালিশ খোঁজা পাঠক বর্গ -- একটা প্রেমের খোঁজ করে। কল্পনার দর্শনে আগন্তুক নারী ফিকে হাসি দিয়ে অল্প সময়ে আরাম দেয়। প্রাণ সখীর সম্ভাষণ কিছুটা স্বস্তি দেয়। আসলে বন্ধুহীন পাঠকের জীবনে একটা সঠিক প্রীতিপূর্ণ মানুষের আগমন ঘটুক -- এটাই সাহিত্যের চাওয়া পাওয়া।
ভালোবাসার আবেশ দিয়ে সাহিত্য নিজেকে গুছিয়ে নিক। তুমি পাঠক আমি লেখক। শ্রোতার অপেক্ষা নেই। শুধু তুমি থেকো পাশে। সাহিত্যের বুলি এটুকুই। পাশে থাকুন। সাহিত্য চর্চায় মজে উঠুন। অল্প একটু স্বস্তি নিন। আমাদের ওয়ার্ল্ড সাহিত্য আড্ডা সকল লেখক পাঠককে সেই সুযোগ করে দিচ্ছে। তাই আমাদের সাথে জুড়ে থাকুন। সুস্থ থাকুন, সাহিত্যে থাকুন।
ধন্যবাদান্তে
ওয়ার্ল্ড সাহিত্য আড্ডা সম্পাদকীয়
Comments