নীরব থেকেছো আমার রক্তক্ষরণে - অসীম কুমার সমাদ্দার || Nirob Thekecho amar Rokto khorone - Aasim Kumar Samadar || Bengali Poem || Poetry || বাংলা কবিতা

 নীরব থেকেছো আমার রক্তক্ষরণে

                          অসীম কুমার সমাদ্দার



সেদিন তুমি কেন নীরব থেকেছো আমার রক্তক্ষরণে !

পাশ দিয়ে মিশে গেলে জনতার স্রোতে ইতিউতি চেয়ে

এ ওকে দেখালো আবার ও অন্যকে উত্তেজিত হয়ে

সেদিন বুঝেছি মানুষের যন্ত্রনাবিদ্ধ মুখচ্ছবির মূল্য কিছুটা হলেও মোনালিসার ছবির থেকে বেশি

 যেভাবে সময়ের জবুথবুতা বারবার গ্রাস করে তোমাদের ঈশ্বরকে এবং সর্বস্বান্ত করে বিনা কারণে , সেভাবে শেষে উদ্দেশ্যহীন হয়ে পিছু হটে কিন্তু গুলিয়ে দেয় 

জীবনের ধারাপাত নিশুতি রাতের এক পার্থিব স্বপ্নে ,

 যদিও দ্রুত এগোলেও মুখ থুবড়ে পরো একদিন ।


Comments

Popular posts from this blog

শারদীয়া সংখ্যা ১৪৩০ || সম্পাদকীয় ও সূচিপত্র || World Sahitya Adda Sarod sonkha 1430

শারদীয়া সংখ্যা ১৪৩১ || Sarod sonkha 1431 || সম্পাদকীয় ও সূচিপত্র