Sunday, July 30, 2023

ভোটের ছড়া - বাসুদেব কুন্ডু || Voter Chora - Basudev kundu || ছড়া || Rhyme || Bengali Poem || Poetry || বাংলা কবিতা

 ভোটের ছড়া

       বাসুদেব কুন্ডু


সবাই এখন ব্যস্ত ভোটে,

প্রচারে সোরগোল,,,

আসল কথা বলে না কেউ,

বাজায় ঢাক-ঢোল


আসল কথা কাজের কথা,

উন্নয়নের দিশা,,

যথা অন্য দেশে যেতে লাগে

সেই দেশের ভিসা


সবাই কি আজ ধান্দাবাজ!

হিংসা নিয়েই বাঁচে?

না বুঝলে, আজ চলে এসো,

এই কবি'র কাছে।


No comments: