ছেলেবেলার সেকাল একাল
রাসমণি ব্যানার্জী
তখন ছিল ছেলেবেলা
বড় মধুর মধুর
এখন সবার ছেলেবেলা
এক চিলতে রোদ্দুর।
এখন কচিকাঁচা গুলো
লেখা পড়ার সাথে,
গেমে মত্ত হয় নিত্য
দেখি গভীর রাতে।
তখন ছেলেবেলা মানে
পড়াশোনা আর দুষ্টুমি
এখন ছেলেবেলা মানে
শুধুই গোঁয়ারতুমি ।
তখন ছেলেবেলা মানেই
দুটো কঞ্চির অসি
এখন ছেলেবেলা কাটে
কম্পিউটার বসি।
চু-কিৎ কিৎ লুকোচুরি
তখন ছিল বেশ
ছেলেবেলা এখন কোথায়
সবটা নিরুদ্দেশ।
No comments:
Post a Comment