Friday, May 3, 2024

এদেশ - মুহা আকমাল হোসেন || Edesh - Muha akmal hossain || Bengali poem || Kobita || বাংলা কবিতা || কবিতা || poetry || Bengali poetry

 এদেশ

   মুহা আকমাল হোসেন



এদেশে গরুর গন্ধ আছে 

শুয়োরের গন্ধ আছে


কেবল মানুষের গন্ধ নেই 

মানুষ পুড়ল! মানুষের শহর গ্রাম পুড়ল 

মানুষের পেট থেকে বার করে নেওয়া হল মানুষের ভ্রুন

কেবল মানুষের গন্ধ নেই! 

No comments: