লক্ষ্যপথ
আনন্দ গোপাল গরাই
ভাবনাগুলো ভিড় করে এসে মনের আকাশে
খন্ড খন্ড কালো মেঘের মতো
মাঝে মাঝে ঢেকে দেয়
স্বচ্ছ চিন্তার সূর্যটাকে
অন্ধকারে হাতড়ে বেড়াই পথ
কানামাছির ভোঁ ভোঁ খেলার মতো
এদিকে ওদিকে হাত বাড়িয়ে ছুঁতে চাই লক্ষ্যটাকে
পাইনা নাগাল--- ফিরে আসি ব্যর্থ মনোরথে।
লক্ষ্যহীন জীবনের পথে
কতদিন হেঁটে যাব জানিনা
কখন ছুঁতে পারব লক্ষ্যের বুড়িটাকে
জানা নেই তাও। তবু থামব না পথে
পথ হোক যতোই বন্ধুর
বাঁধার কাঁটাবন পেরিয়ে
রক্তাক্ত পায়ে হেঁটে
একদিন পৌঁছে যাব
কাঙ্খিতের দেশে।
No comments:
Post a Comment