লক্ষ্যপথ - আনন্দ গোপাল গরাই || Lokhyapoth - Ananda gopal garai || Bengali poem || Kobita || বাংলা কবিতা || কবিতা || poetry || Bengali poetry

 লক্ষ্যপথ

আনন্দ গোপাল গরাই


ভাবনাগুলো ভিড় করে এসে মনের আকাশে

খন্ড খন্ড কালো মেঘের মতো

মাঝে মাঝে ঢেকে দেয়

স্বচ্ছ চিন্তার সূর্যটাকে

অন্ধকারে হাতড়ে বেড়াই পথ

কানামাছির ভোঁ ভোঁ খেলার মতো

এদিকে ওদিকে হাত বাড়িয়ে ছুঁতে চাই লক্ষ্যটাকে

পাইনা নাগাল--- ফিরে আসি ব্যর্থ মনোরথে।


লক্ষ্যহীন জীবনের পথে

কতদিন হেঁটে যাব জানিনা

কখন ছুঁতে পারব লক্ষ্যের বুড়িটাকে

জানা নেই তাও। তবু থামব না পথে

পথ হোক যতোই বন্ধুর

বাঁধার কাঁটাবন পেরিয়ে

রক্তাক্ত পায়ে হেঁটে

একদিন পৌঁছে যাব 

কাঙ্খিতের দেশে।

Comments

Popular posts from this blog

শারদীয়া সংখ্যা ১৪৩০ || সম্পাদকীয় ও সূচিপত্র || World Sahitya Adda Sarod sonkha 1430

শারদীয়া সংখ্যা ১৪৩১ || Sarod sonkha 1431 || সম্পাদকীয় ও সূচিপত্র