কে জানে - নীলমাধব প্রামাণিক || ke jane - Nilmadhab pramanik || Bengali poem || Kobita || বাংলা কবিতা || কবিতা || poetry || Bengali poetry

     কে জানে

   নীলমাধব প্রামাণিক



কথারা নির্দ্বিধায় হেঁটে যায় কানে

কারণ জানিনা

বলতে পারিনা, ঠিক তা কে জানে ।


হয়তো বলতে পারে  

জানলে জানতে পারে কথার মালিক ।


সেই তো ভাসায় কথা

সেই তো সাজায় কথা রাঙিয়ে খানিক ।


তারপর সেই কথা

খুঁজে নেয় কান, কান থেকে কান এ

হাঁটবার কায়দাটা সে দারুণ জানে ।


এরপর সেই কথা কানের মালিক

না পেরে বইতে তাকে ছড়াবেই ঠিক ।


ছড়াতে ছড়াতে কথা ছাড়ালে সীমানা  

গজায় তখনই তার আজগুবি ডানা ।


ডানা মেলে উড়ে যায় এ কানে ও কানে

বলতে পারি

না ভাই কে জানে কে জানে!


Comments

Popular posts from this blog

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024

রাজ্যে নতুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ || WB ICDS Supervisor Recruitment 2024 || সুপারভাইজার ও হেলপার নতুন নিয়োগ