Friday, May 3, 2024

অনন্ত - পূর্বিতা পুরকায়স্থ || Ononta - Purbita Purakaystha || Bengali poem || Kobita || বাংলা কবিতা || কবিতা || poetry || Bengali poetry

   অনন্ত

          পূর্বিতা পুরকায়স্থ


পূর্ণিমার চাঁদ দেখে

জীবনের ঢেউ । আমি দেখি,

ঢেউ মেশে সাগরের জলে ।

এক একটা ঢেউ যেন এক একটা জীবন।

হর্ষ বিষাদ, সুখ দুঃখের নুন ছড়িয়ে

পাড়ি দেয় অনন্তের দিকে।

জল শেখায় কি করে 

ব্যক্তি থেকে নৈর্ব্যক্তিক হতে হয়। কি করে

মাটী থেকে আকাশ।

জীবন চলে মহাজীবনের দিকে।

No comments: