পথের পাঁচালি
না সি র ও য়া দে ন
আজ যদি হেঁটে যাই দূরে, বহুদূরে
সবকিছু ছেড়ে, সুস্পষ্ট অন্ধকারে
সরলরেখার উপর ধুলো চিহ্নপথ
ধুলিমাখা পূর্বপুরুষের পায়ের ছাপ
ভালবাসা মিশে আছে, ঝড়ের প্রগতি
যাই আসি চিহ্ন রেখে পথেরই বসতি
সত্য থাকে নিত্য বেঁচে মিথ্যে হয়ে শব
বিশ্বাসই মিলায় পথ, বাকি সব রব
যে ছবি ছেয়ে আছে এখানে ওখানে
লম্পটের ছায়ামূর্তি কবরে শশ্মানে
সত্য কেন বজ্রকঠিন, মিথ্যে লঘু বোঝা
ঝেড়ে ফেলে কলঙ্ক দাগ পথ চলা সোজা
যে দায় তোমার নেই, আমার তা আছে
কুকর্মের দুর্গন্ধ ছড়ায় সংসার সমাজে
পরম উল্লাসে নাচো, সম্মতিতে উঠো
রক্তের বিষম স্বাদে হও কঠিন, কঠোর
পথের মেঠো সুরে বাজে না-মরার কাহিনি
বাঁচামরা পথ ধরে কণ্ঠস্বরে উঠে তীব্র ধ্বনি
সেই তিরে বিদ্ধ হও বিস্ফোরিত আঁখি,কলি
কি করে বোঝাই বলো,এ-সব পথের পাঁচালি ।
No comments:
Post a Comment