Friday, May 3, 2024

কবিতার চুপিসার - অমিত কুমার সাহা || Kobitar chupisar - Amit Kumar Saha || Bengali poem || Kobita || বাংলা কবিতা || কবিতা || poetry || Bengali poetry

 কবিতার চুপিসার

       অমিত কুমার সাহা


একলা ঘরের কোণ

যে সব কবিতার জন্ম দেয়

তাদের এক একটি শব্দে

মিশে থাকে, সময়ের নোনা জল!


প্রতিটি লাইনের মধ‍্যবর্তী

ব‍্যবধান জুড়ে ভেসে বেড়ায়

চুপপাখিরা,দুডানায় ছুঁয়ে আসে

দুটি লাইনের আপাত সীমারেখা।


কবিতার শেষে যে শব্দটি টিকে থাকে,

তার সাথেই হয়ত গোটা একটা কবিতা

গায়ে মাখতে চায় রোদ্দুর;

বোবা দেওয়াল পেরিয়ে,

কোনো এক অন্ধকার ছাপাখানায়!

No comments: