কবিতার চুপিসার
অমিত কুমার সাহা
একলা ঘরের কোণ
যে সব কবিতার জন্ম দেয়
তাদের এক একটি শব্দে
মিশে থাকে, সময়ের নোনা জল!
প্রতিটি লাইনের মধ্যবর্তী
ব্যবধান জুড়ে ভেসে বেড়ায়
চুপপাখিরা,দুডানায় ছুঁয়ে আসে
দুটি লাইনের আপাত সীমারেখা।
কবিতার শেষে যে শব্দটি টিকে থাকে,
তার সাথেই হয়ত গোটা একটা কবিতা
গায়ে মাখতে চায় রোদ্দুর;
বোবা দেওয়াল পেরিয়ে,
কোনো এক অন্ধকার ছাপাখানায়!
No comments:
Post a Comment