সাগরবেলায়
সমর আচার্য্য
সাগরবেলায় ঝিনুক খোঁজার ছলে
ঘুরছি যে মরে তোমায় দেখবো বলে
তোমার ঐ অপরূপ রূপখানি হেরি
মন মাঝে বাজে প্রেমের দুন্দুভি ভেরি।
একের পর এক ঢেউ আসছে ধেয়ে
উত্তাল বারিধি সবেগে উঠছে গেয়ে
নিয়েছিল যা নিজের বক্ষ মাঝে ধরে
দিচ্ছে ফিরিয়ে সবকিছু শোধিত করে।
ঝিনুকের বুকে যেমন মুকুতা থাকে
মাতা যেমন সন্তানকে আগলে রাখে
তেমনই করে ভালোবাসবো তোমায়
এই সাধটুকু ছিল মনের কোণায়।
এসো হে প্রিয় এসো আমার বাহুপাশে
বাঁধি সুখ নীড় আছি এই মনো আশে
তোমার ঐ প্রসারিত নীল বক্ষ পরে
থাকতে পারি যেন চির জনম ধরে।
জীবনের এই শেষের বেলায় এসে
দাঁড়িয়েছি তোমার পদপ্রান্তেতে হেসে
পার করে দাও ওগো প্রভু কৃপাময়
ঠাঁই দিয়ে আমায় তোমার রাঙা পা'য়।
No comments:
Post a Comment