বুক বেঁধে থাকি - ইলা সূত্রধর || Book bedhe thaki - Ila sutradhar || Bengali poem || Kobita || বাংলা কবিতা || কবিতা || poetry || Bengali poetry

 বুক বেঁধে থাকি

         ইলা সূত্রধর



কুয়াশায় ঢেকেছে পথ -

পারাপারের সেতু তাই ক্ষীণ হয়ে গেছে।

প্রসস্থ প্রান্তরে জড়ায় ধূসর বলয়,

বাষ্পীয় মেঘ নামে নদী বরাবর;

শিশিরেরা ডুব মারে অতল জলে।


তীক্ষ্ণ শীতের কাঁপন স্পর্শে বিদারক,

বেলা বেড়ে গেলে ঝরে বিবর্ণ পাতা;

নূপুরের মতো ধ্বনি মর্মর বাজে।

যাপনের ভিতর আরেক বাসভূমি খুঁজি !


জোয়ার ভাঁটার মতো এজীবনে সব,

ছন্দপতন হলে মাত্রা ব‍্যহত;

ভেঙ্গে পড়ে বাঁধনের হাল হকিয়ৎ।

জানি কাল হাজির হবে বসন্তবিলাপ !

সেজে ওঠে উপাচারে পালতোলা নাউ,

চেয়ে চেয়ে বসে আছি সময়ের কাছে;

ক্ষতের প্রলেপে শুধু আশা জেগে থাকে !


অযুত স্বপ্নগুলোর যত ছবি আঁকি -

তবু কেন কাতরতায় এমন বিভোর ?

শূন‍্যকে পূর্ণতায় আগলেছি প্রহর

নিদারুণ সকাল এলেও বুক বেঁধে থাকি !!

Comments

Popular posts from this blog

শারদীয়া সংখ্যা ১৪৩০ || সম্পাদকীয় ও সূচিপত্র || World Sahitya Adda Sarod sonkha 1430

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024