13404 শূন্য পদে রাজ্যের স্কুলে স্কুলে প্রচুর গ্রুপ সি, গ্রুপ ডি ও নন টিচিং স্টাফ নিয়োগ || School Group-D Group-C Non Teaching Staff Recruitment || West Bengal jobs 2023 || WB job 2023


 


পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থীদের জন্য সুখবর। বহুদিন স্কুল কলেজের নিয়োগ প্রক্রিয়া বন্ধ ছিল। কিন্তু অপেক্ষার অবসান ঘটেছে। প্রকাশিত হয়েছে নতুন চাকরি বিজ্ঞপ্তি। সমগ্র রাজ্য তথা সারা দেশের সকল ন্যুনতম উচ্চমাধ্যমিক পাস বেকার চাকরিপ্রার্থীদের জন্য একটি বিশাল বড় সুখবর। আর সেটি হল কেন্দ্রীয় সরকারের অধীনস্থ দেশের বিভিন্ন প্রান্তে গড়ে ওঠা প্রতিটি কেন্দ্রীয় বিদ্যালয় গুলিতে বিভিন্ন ধরনের গ্ৰুপ 'সি' সহ বিভিন্ন বিষয়ে শিক্ষক পদে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এখানে মোট ১৩ হাজারেরও বেশি শূন্যপদে কর্মী নিয়োগ হতে চলেছে, যা অফিসিয়াল নোটিফিকেশনে জানানো হয়েছে। আর যেহেতু সমগ্র দেশ জুড়ে এই নিয়োগ প্রক্রিয়া চলবে তাই সমগ্র দেশের যে কোনো জায়গা থেকে ন্যুনতম উচ্চমাধ্যমিক পাস যোগ্যতার ছেলে মেয়ে উভয় বেকার চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করার সুযোগ পাবেন।

তাই বর্তমানে যেসমস্ত চাকরি প্রার্থী সরকারি চাকরির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। কোন কোন পদে নিয়োগ করা হবে, মাসিক বেতন কত দেওয়া হবে, বয়সসীমা কত থাকতে হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে থেকে পরপর জেনে নেব। 




নিয়োগকারী সংস্থা ও শূন্যপদ গুলির নাম:-

কেন্দ্রীয় সরকারের অধীনস্থ কেন্দ্রীয় বিদ্যালয়ে কোন কোন পদে নিয়োগ হবে তার একটি তালিকা দেওয়া হল-

• Stenographer Grade II
• Assistant Commissioner
• Senior Secretariat Assistant
• Assistant Section Officer
• Post Graduate Teacher
• Finance Officer
• Librarian
• Primary Teacher (Music)
• Trained Graduate Teacher
• Assistant Engineer (Civil)
• Principal
• Vice Principal
• Junior Secretariat Assistant



শিক্ষাগত যোগ্যতা, বয়স ও বেতনের পরিমাণ:-

উপরিউক্ত শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদন করতে হলে যে ক্ষেত্রে যে ধরনের শিক্ষাগত যোগ্যতা থাকা প্রয়োজন সেগুলি হল-


Stenographer Grade II-

উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়াও কম্পিউটারে টাইপ করার ক্ষেত্রে মিনিটে ৫০ টি ইংরেজি শব্দ ও ৬৫ টি হিন্দি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। 
আবেদনকারীর বয়স হতে হবে ১৮-২৭ বছর। 
সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়মে ছাড় পাবেন।
Ex-Serviceman এ রা ৩-১০ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন। 
বেতন দেওয়া হবে প্রতিমাসে ২৫,৫০০-৮১,১০০ টাকা।

Junior Secretariat Assistant-

উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়াও কম্পিউটারে বেসিক জ্ঞান থাকতে হবে এবং কম্পিউটারে মিনিটে ৩৫ টি ইংরেজি শব্দ এবং ৩০ টি বাংলা শব্দ টাইপ করার দক্ষতা থাকা আবশ্যক। 

 এখানে আবেদনকারীর বয়স হতে হবে ১৮-২৭ বছর। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়মে ছাড় পাবেন।
Ex-Serviceman এ রা ৩-১০ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন। 
বেতন দেওয়া হবে প্রতিমাসে ১৯,৯০০-৬৩,২০০ টাকা।



Librarian-

 Library Science এ ব্যাচেলার ডিগ্ৰি Complete করে থাকতে হবে। সঙ্গে Library Science এ ১ বছরের ডিপ্লোমা কোর্স ও Complete করে থাকতে হবে। ইংরেজি ও হিন্দি ভাষায় কাজ করার জ্ঞান থাকতে হবে এবং কম্পিউটারে বেসিক জ্ঞান থাকতে হবে। 

এখানে আবেদনকারীর বয়স হতে হবে ১৮-৩৫ বছর। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়মে ছাড় পাবেন।
Ex-Serviceman এ রা ৩-১০ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন।

বেতন দেওয়া হবে প্রতিমাসে ৪৪,৯০০-১,৪২,৪০০ টাকা। 


Primary Teacher(Music)-

 কমপক্ষে ৫০% নম্বর পেয়ে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাস করতে হবে। এছাড়াও কোনো সরকারি কলেজ থেকে Music নিয়ে ব্যাচেলর ডিগ্ৰি Complete করে থাকতে হবে। সেই সঙ্গে কম্পিউটার নলেজ ও হিন্দি ও ইংরেজি ভাষায় কাজ করার জ্ঞান থাকতে হবে।

 এখানে আবেদনকারীর বয়স হতে হবে ১৮-৩০ বছরের মধ্যে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়মে ছাড় পাবেন।
বেতন দেওয়া হবে প্রতিমাসে ৩৫,৪০০-১,১২,৪০০ টাকা।



     বাকি যে সমস্ত পদে আবেদন চলছে তার সম্পূর্ণ বিজ্ঞপ্তি পড়তে নীচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট এ ক্লিক করুন।


আবেদন পদ্ধতি:- 
শুধুমাত্র অনলাইন এর মাধ্যমে আবেদন করার সুযোগ পাবেন।
নীচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট থেকে।
আর তার জন্য যা যা করতে হবে সেগুলি হল-

১) সর্বপ্রথম এই বিজ্ঞপ্তির নীচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট লেখাটিতে ক্লিক করে অথবা মোবাইল বা ল্যাপটপ থেকে browser open করে search box এ এই দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট www.kvsangathan.nic.in লিখে search করতে হবে।
২) এরপর অফিসিয়াল ওয়েবসাইট Open হলে সেখান আগে নিজের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার ইত্যাদি দিয়ে রেজিস্ট্রেশন Complete করতে হবে।
৩) রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনাকে একটি বৈধ ইমেল আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে সেটি দিয়ে Login করতে হবে।
৪) এরপর এই দপ্তরে চাকরির জন্য আবেদন করার অ্যাপ্লিকেশান ফর্ম টি আসবে সেখানে আপনার নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, জেন্ডার, বয়স, ঠিকানা, আধার নম্বর, একটি বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার ইত্যাদি লিখে ফর্ম টিকে ফিলাপ করে ফেলতে হবে।
৫) এবং এরপর আপনার recent তোলা এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো ও আপনার নিজের করা একটি সিগনেচারের ছবি তুলে স্ক্যান করে ফর্মের মধ্যে সঠিক স্থান অনুযায়ী আপলোড করে দিতে হবে।
৬) এরপর আপনার নিজের যাবতীয় শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস সহ অন্যান্য সব ডকুমেন্টস গুলির ছবি তুলে স্ক্যান করে ফর্মের নির্দিষ্ট স্থানে আপলোড করে দিন।
৭) এরপর আবেদন মূল্য হিসেবে জেনারেল ক্যাটাগরির প্রার্থীরা যে যে পদের জন্য আবেদন করবেন সেই পদ অনুযায়ী কত টাকা করে আবেদন মূল্য দিতে হবে তা আবেদন করার আগে অফিসিয়াল নোটিফিকেশন থেকে জেনে নিয়ে অনলাইনের মাধ্যমে জমা করে সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার অনলাইন আবেদন প্রক্রিয়া শেষ। তবে সংরক্ষিত শ্রেনীর প্রার্থী ও মহিলা প্রার্থীদের কোনো রকম আবেদন মূল্য দিতে হবে না।
৭) সবশেষে এই অ্যাপ্লিকেশান ফর্মের সাদা A4 সাইজ পেপারে একটি প্রিন্ট আউট বের করে নিজের কাছে যত্ন করে রেখে দেবেন।



গুরুত্বপূর্ণ ডকুমেন্ট:-
যেসমস্ত ডকুমেন্ট সাবমিট করতে হবে নীচে আলোচনা করা হল -

১) বয়সের প্রমানপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট।
২) দেশের এবং রাজ্যের স্থায়ী নাগরিকত্বের প্রমান হিসেবে আধার কার্ড এবং ভোটার কার্ড।
৩) সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কসীট ও সার্টিফিকেট।
৪) এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো।
৫) ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট।
৬) কাস্ট সার্টিফিকেট যদি থাকে।
 


নির্বাচন পদ্ধতি:-
এখানে চাকরির জন্য প্রথমে নেওয়া হবে কম্পিউটার  বেসড পরীক্ষা। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রার্থীদের নাম একটি শর্টলিস্ট করে সেই অনুযায়ী ইন্টারভিউ লেটার পাঠিয়ে ইন্টারভিউ ও ডকুমেন্টস ভেরিফিকেশন এর জন্য ডাকা হবে। 
সব শেষে যারা পাস করবেন তাদের জয়েনিং লেটার পাঠিয়ে চাকরিতে নিয়োগ করবে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক।


আবেদন করার সময় সীমা:-
আবেদন শুরু -  ৫/১২/২০২২
আবেদন শেষ - ২৬/১২/২০২২ রাত ১২টা


OFFICIAL NOTICE:

OFFICIAL WEBSITE: 


APPLY NOW: 

______________________________________________
চাকরি সংক্রান্ত আপডেট পেতে আমাদের গ্রুপে জয়েন করুন




Telegram group-





Whatsapp group-



Comments

Popular posts from this blog

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024

রাজ্যে নতুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ || WB ICDS Supervisor Recruitment 2024 || সুপারভাইজার ও হেলপার নতুন নিয়োগ