মাধ্যমিক পাস যোগ্যতায় কয়েক হাজার শূন্যপদে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে কর্মী নিয়োগ | Indian Oil Recruitment 2022 || IOCL Recruitment 2022 || www.iocl.com/apprenticeships


 

প্রত্যেক দেশবাসী জানেন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড একটি কেন্দ্রীয় সরকারের অধীনে পাবলিক সেক্টর। যেটি ভারত সরকারের মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম এন্ড ন্যাচারাল গ্যাস দপ্তরের অন্তর্ভুক্ত। প্রায় 56,000 এর বেশি গ্রাহকদের নেটওয়ার্কের মাধ্যমে দেশের প্রতিটি কোণায় জ্বালানি সরবরাহ করে চলেছে এই কোম্পানি।




সম্প্রতি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড তরফ থেকে কয়েক হাজার অ্যাপ্রেন্টিস শূন্যপদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারত সরকারের তরফ থেকে সম্পূর্ণ বিনামূল্যে এই অ্যাপ্রেন্টিস প্রশিক্ষণ দেওয়া হবে এবং ট্রেনিং চলাকালীন প্রতিটি প্রার্থীকে পর্যাপ্ত অর্থের স্টাইপেন্ড প্রদান করা হবে। ট্রেনিং শেষে পাবেন স্থায়ী চাকরি। প্রতিটি শাখায় বিনামূল্যে ১ থেকে ১.৫ বছরের প্রশিক্ষণের মাধ্যমে কয়েক হাজার শূন্যপদে গ্ৰুপ ডি সহ আরও অন্যান্য ধরনের কর্মী নিয়োগ করা হবে। চাকরি সংক্রান্ত সম্পূর্ণ বিবরণ নীচে আলোচনা করা হল -




শূন্যপদ গুলির নাম:-


Indian Oil corporation limited এ যে সব শূন্যপদে নিয়োগ হবে সেগুলি হল-


• Technician Apprentice (Civil, Fitter, Machinist)


• Graduate Apprentice


• Trade Apprentice (Data Entry Operator)





শিক্ষাগত যোগ্যতা ও বয়স সীমা:-



Trade Apprentice (Data Entry Operator)-



 স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতূল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সেই সঙ্গে NCVT/SCVT অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠান থেকে ২ বছরের ITI কোর্স Complete করে থাকতে হবে। 


এক্ষেত্রে প্রার্থীর বয়স ১৮-২৭ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন।




Technician Apprentice (Civil, Fitter, Machinist)-


কোনো সরকারি অনুমোদিত ইউনিভার্সিটি থেকে Civil Engineering এ অন্তত পক্ষে ৫০% নম্বর পেয়ে ৩ বছরের ডিপ্লোমা কোর্স Complete করে থাকতে হবে। তবে সংরক্ষিত প্রার্থীরা ৪৫% নম্বর পেয়ে থাকলেই আবেদন করতে পারবেন। 


এক্ষেত্রে প্রার্থীর বয়স ১৮-২৭ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন। 



Graduate Apprentice-


 সরকারি কলেজ থেকে কমপক্ষে ৫০% নম্বর পেয়ে BA/B.Com/B.Sc পাস করে থাকতে হবে। তবে সংরক্ষিত প্রার্থীরা ৪৫% নম্বর পেয়ে থাকলেই আবেদন করার সুযোগ পাবেন।


এক্ষেত্রে প্রার্থীর বয়স ১৮-২৭ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন।




আবেদন পদ্ধতি:-



শুধু মাত্র অনলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে।


১) প্রথমে এই Indian Oil corporation limited এর অফিসিয়াল ওয়েবসাইট www.iocl.com/apprenticeships এ প্রবেশ করতে হবে। 



২) এরপর সেখানে Apply now Option এ ক্লিক করলে একটি অ্যাপ্লিকেশন ফর্মের আকারে একটি নতুন window open হবে।


৩) এরপর সেখানে আপনার নিজের নাম, বাবা মায়ের নাম, শিক্ষাগত যোগ্যতা, জেন্ডার, জন্ম তারিখ, ঠিকানা, আধার নম্বর, একটি বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার ইত্যাদি দিয়ে সঠিক ভাবে ফর্ম টিকে ফিলাপ করতে হবে।


৪) এরপর এক কপি পাসপোর্ট রঙিন পাসপোর্ট সাইজের ফটো, আগে থেকে করে রাখা একটি সিগনেচার, সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস সহ অন্যান্য সব ডকুমেন্টস এর ছবি তুলে স্ক্যান করে আপলোড করে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলেই অ্যাপ্লিকেশান complete।


৫) সবশেষে এই ফিলাপ করা অ্যাপ্লিকেশান ফর্মের একটি প্রিন্ট আউট বের করে নিজেদের কাছে রেখে দেবেন।





গুরুত্বপূর্ণ ডকুমেন্ট-:-


অনলাইনের মাধ্যমে আবেদন করার সময় যে সব গুরুত্বপূর্ণ ডকুমেন্ট লাগবে সেগুলো হল-


১) মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট স্ক্যান করা।


২) শিক্ষাগত যোগ্যতার মার্কসীট ও সার্টিফিকেট স্ক্যান করা।

৩) আধার কার্ড এবং ভোটার কার্ড স্ক্যান করা।



৪) এক কপি পাসপোর্ট সাইজের ফটো স্ক্যান করা।


৫) প্যান কার্ড স্ক্যান করা।

৬) কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে স্ক্যান করা।


৭) cancel চেক বা ব্যাঙ্কের পাস বুকের প্রথম পাতা স্ক্যান করা।




নির্বাচন পদ্ধতি:-


সবার প্রথমে হবে একটি কম্পিউটার বেসড পরীক্ষা। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদেরকে শর্টলিস্ট করে ইন্টারভিউ লেটার পাঠিয়ে ইন্টারভিউ ও ডকুমেন্টস ভেরিফিকেশন এর জন্য ডাকা হবে। শেষ পর্যন্ত এই ইন্টারভিউ তে যারা পাস করবেন তাদেরকে সরাসরি চাকরিতে নিয়োগ করা হবে।



আবেদনের সময় সীমা:-


আবেদন শুরু - ১৪/১২/২০২২

আবেদন শেষ - ০৩/০১/২০২৩




OFFICIAL NOTICE:

Click here 🔴


OFFICIAL WEBSTE: 


Click here 🔴




______________________________________________

চাকরি সংক্রান্ত আপডেট পেতে আমাদের গ্রুপে জয়েন করুন





Telegram group-

Click here 🔴






Whatsapp group-

Click here 🔴



Comments

Popular posts from this blog

TATA Steel Job Recruitment 2024 || টাটা স্টিল কোম্পানিতে নতুন করে 6000 শূন্যপদে কর্মী নিয়োগ || TATA company job

মাধ্যমিক পাশেই ভালো মাইনের চাকরি,জলের ট্যাঙ্কি দেখাশোনার স্থায়ী কাজ || Jal Jeevan Mission Registration 2024

রাজ্যে নতুন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ || WB ICDS Supervisor Recruitment 2024 || সুপারভাইজার ও হেলপার নতুন নিয়োগ